ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষকের শূন্যপদ

বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ নয়-জবাব দিতে রুল

প্রকাশিত: ০৮:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৬

বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ নয়-জবাব দিতে রুল

স্টাফ রিপোর্টার ॥ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদে ৩৪তম বিসিএস থেকে নিয়োগের সুপারিশে বিবাদীদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে ইউনিভার্সল ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগ। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে। হাইকোর্টের রুলে দুই সপ্তাহের মধ্যে জন প্রশাসন সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, পিএসসির চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পদ না পাওয়া ৩০ চাকরিপ্রার্থীর করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএনদেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
×