ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া ও খালেদা একাত্তর থেকেই পাকিস্তানীদের দোসর ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৬

জিয়া ও খালেদা একাত্তর থেকেই পাকিস্তানীদের দোসর ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ পাকিস্তানকে জঙ্গীদের বংশবিস্তারের দেশ হিসেবে অভিহিত করে দেশটির উদ্দেশে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আপনাদের অভ্যন্তরীণ বিষয়েও আমাদের নাক গলানোর ক্ষমতা রয়েছে। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের জন্য মায়াকান্না না করে যাদের আপনাদের লোক মনে করেনÑ তাদের আপনাদের দেশে নিয়ে যান। সোমবার দুপুরে পীর ইয়েমেনী মার্কেটের সামনে শাহবাগ থানা আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের সঙ্গে বিরাজমান বর্তমান কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, সরকারের উচিত দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বিএনপি নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সন্তানদের তার দলের কেন্দ্রীয় নেতা বানিয়ে প্রমাণ করেছেন তিনি যুদ্ধাপরাধী জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। তিনি বলেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কর্মকা-ের মাধ্যমে বোঝা যায় জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেয়ার অপরাধে দেশের অনেক মানুষকে জীবন দিতে হয়েছে এবং যারা আশ্রয় দিয়েছে তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গেলেন আর তার স্ত্রী সন্তান ক্যান্টনমেন্টে অবস্থান করলেন কিভাবে? ড. হাছান বলেন, আপনারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বরং নিজেদের দেশ নিয়ে ভাবুন। আপনাদের দেশের অখ-তা কীভাবে রক্ষা করবেন তা নিয়ে ব্যস্ত থাকুন। আর সম্ভব হলে আপনাদের এজেন্ট খালেদা জিয়াকে পাকিস্তান নিয়ে যান। তিনি এবং তার স্বামী জিয়াউর রহমান একাত্তর সাল থেকেই পাকিস্তানীদের দোসর। জি এম আতিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ শাহে আলম মুরাদ, নগর নেতা কামাল চৌধুরী, হেদায়েতুল ইসলাম স্বপন, মিরাজ হোসেন, এম এ করিম, প্রমুখ। হরতাল ও সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়।
×