ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩০, ৬ সেপ্টেম্বর ২০১৬

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে ডুবে তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে সোমবার বিকেলে সাবিকুন নাহার (৮), মিথিলা আক্তার (৬) ও নিরব হোসেন (৭) নামে তিন শিশু শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত তিন শিশুর লাশ দেখতে শত শত নারী-পুরুষ নদীর পারে ভিড় জমায়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও দৌলরদী গ্রামের জালালউদ্দিনের মেয়ে সাবিকুন নাহার (৮) পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের পনিতে সোমবার বিকেলে খেলতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে গেলে তার সহপাঠী একই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার (৬) ও মোজাম্মেলের ছেলে নিরব হোসেন (৭) তাকে উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে প্রথমে নয়াপুর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার মাতুয়াইলের শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁও থানার পুলিশ জানায়, তিন শিশুর লাশ আত্মীয়-স্বজনরা নিয়ে গেছে।
×