ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির কথা গুরুত্ব দেয় না মন্ত্রণালয়’

প্রকাশিত: ০৮:২৫, ৬ সেপ্টেম্বর ২০১৬

‘আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির কথা গুরুত্ব দেয় না মন্ত্রণালয়’

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য মন্ত্রণালয়কে বললেও প্রধান বিচারপতির কথা গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি বললেও আইন মন্ত্রণালয় বিষয়টিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না। সোমবার সন্ধ্যায় সুপ্রীমকোর্টের শহীদ সফিউর রহমান মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির (রুলা) ২২ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণপত্রে প্রধান বিচারপতির নাম ছাপা হয়। তবে তিনি উপস্থিত না থাকায় বিচারপতি দস্তগীর হোসেনকে প্রধান অতিথি করা হয়। সেখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘অনেক সময় শোনা যায়, স্বাধীন হয়ে গেছি আমরা। এদিকে সেক্রেটারিয়েট নাই। প্রধান বিচারপতি বারবার বলেন, আমাদের দাও, মিনিস্ট্রি পাত্তাই দেয় না।’ তিনি বলেন, মন্ত্রণালয় গুরুত্ব দেবে কেন? মন্ত্রণালয় হলো সরকারের। আমরা হলাম জুডিশিয়ারি, এই জুডিশিয়ারির কথা শুনবে কে? আইনজীবীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদেরও স্বাধীনতার জন্য একটুখানি কাজ করতে হবে। সচিবালয় না হলে আমাদের মনিটরিং, আমাদের কন্ট্রোলে যদি না আসে, জুডিশিয়াল পুলিশ বা এ্যাডমিনিস্ট্রেশন না আসে তাহলে স্বাধীন হতে পারব না। এটার জন্য আপনাদেরও কিছু কাজ করার দরকার আছে। শুধু কাগজ-কলমে থাকলে হবে না। রুলার সভাপতি আমিনুল হক হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল জিয়াউল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বিচারপতি মোঃ এমদাদুল হক, জিল্লার রহমান প্রমুখ।
×