ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছয় পেট্রোলবোমা উদ্ধার

রাজধানীতে তিন বোমাবাজকে গণধোলাই

প্রকাশিত: ০৮:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীতে তিন বোমাবাজকে গণধোলাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সেগুনবাগিচায় জহির, জলিম ও আনিস নামে তিন বোমাবাজ গণধোলাই খেয়েছে তাদের ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় বোমাবাজদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি পেট্রোলবোমা। বোমাগুলো নাশকতার উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার দুপুরে সেগুনবাগিচার ১২তলা ভবনের কাছে। একটি প্রাইভেটকার ভিড়ের মধ্যেও বেপরোয়া গতিতে যাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হয়। তারা গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তির সঙ্গে জনতার তুমুল ঝগড়ার। এক পর্যায়ে জনতা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণ জানতে চায়। গাড়িতে সন্দেহজনক কিছু আছে কিনা তা জানার জন্য গাড়িতে থাকা তিন জনকে চাপ দিতে থাকে। পরে উত্তেজিত জনতা গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ি থেকে একটি কার্টনের ভেতর থেকে ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জনতা তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, জহির (৩৫), জলিল (৩৪) ও আনিস (৩৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে তদন্ত চলছে। রমনা মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা তাদের এক বড় ভাইয়ের কাছে বোমাগুলো পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল। ওই বড়ভাই সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
×