ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মীর কাশেমের ফাঁসি

তুরস্কের প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রতিবাদ

প্রকাশিত: ০৭:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৬

তুরস্কের প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রতিবাদ

কূটনৈতিক রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদ- কার্যকরের পর রবিবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানোর কথা বলা হয়। এতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় তুরস্কের দূতাবাসে সোমবার একটি পত্র দিয়েছে, যেখানে মীর কাশেমের মৃত্যুদ- কার্যকর নিয়ে তুরস্ক সরকারের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে গভীর হতাশা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এতে বলা হয়েছে, এ ধরনের প্রতিক্রিয়া একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ ধরনের আচরণ ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভাল হবে না। শনিবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘বদর বাহিনীর’ চট্টগ্রামের অধিনায়ক মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। এরপর রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশটি জানায়, মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরে তারা ‘মর্মাহত’। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মীর কাশেম আলীকে জামায়াতে ইসলামীর প্রধান অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘আমরা (তুরস্ক) দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা আবারও জোর দিয়ে বলছি, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি এই ভুল অনুশীলনে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিচ্ছেদ হবে না।
×