ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৭:৩৫, ৬ সেপ্টেম্বর ২০১৬

সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ সেপ্টেম্বর

সংসদ রিপোর্টার ॥ আগামী ২৫ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসছে। দিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। সোমবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদের একাদশ অধিবেশন শেষ হয় গত ২৮ জুলাই। পহেলা জুন এই অধিবেশন শুরু হয়। দুই মাসের মধ্যে অধিবেশন শুরুর বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি চলতি মাসে অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন কতদিন চলবে তা জানা যায়নি। তবে নিয়ম রক্ষার এই অধিবেশন স্বল্পকালীন হবে বলে জানা গেছে। অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্বল্পকালীন হলেও সংসদের এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। সারাদেশে দলীয়ভাবে জেলা পরিষদ নির্বাচন করার লক্ষ্যে এ অধিবেশনেই জেলা পরিষদ (সংশোধন) বিল উত্থাপিত হতে পারে। অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সংসদ সদস্যদের প্রায় শতাধিক প্রশ্ন জমা পড়েছে।
×