ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

লেখক: মো: মনিরুল আসলাম পরীক্ষক: হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা বোর্ড বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত- সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন প্রশিক্ষন-আইসিটি পদ্ধতি গকেষক- পরীক্ষা পদ্ধতি সি. শিক্ষক-টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ। .................................................. বহুনির্বাচনী প্রশ্ন ১। আয় এবং ব্যয়ের পূর্বে কোন কাজটি প্রয়োজন? ক) হিসাব সংরক্ষন খ) লেনদেন বিশ্লেষন গ) সমন্বয় ঘ) পরিকল্পনা ২। পারিবারিক দৃষ্টিকোন থেকে মানুষের সুখের ঠিকানা কোনটি? ক) আত্মীয়তার বন্ধন খ) বন্ধুত্বতার বন্ধন গ) সামাজিক বন্ধন ঘ) পারিবারিক বন্ধন ৩। পরিবারকে কি হিসেবে বিবেচনা করা হয়? ক) মুনাফা ভোগী প্রতিষ্ঠান খ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান ঘ) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান ৪। পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট কয়টি? ক) ৪টি খ) ৫টি গ) ৬ টি ঘ) ৮টি ৫। কোনটি পারিবারিক ব্যয়ের অন্তর্ভূক্ত? ক) বেতন খ) মজুরি গ) বিনিয়োগ ঘ) বাড়িভাড়া ৬। পরিবারে সুষ্ঠু পরিকল্পনা সম্ভব হয় কখন? ক) পরিবারের সবাই একত্রিত হলে খ) পরিবারের সবাই উপার্জন করলে গ) জিসাব নিকাশে স্বচ্ছ থাকলে ঘ) পারিবারিক শৃঙ্খলা বজায় থাকলে। ৭। পারিবারিক হিসাব কার্য সহজ হবার কারণ- র) নগদ লেনদেন রর) জবাবদিহীতা না থাকা ররর) আইনি জটিলতা না থাকা নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) র, রর ও ররর ঘ) রর ও ররর ৮। পারিবারিক আয়ের উৎস হল- র) দান দক্ষিনা রর) মুনাফা ররর) সঞ্চয়ের প্রবনতা নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) রর ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯। ‘আয় বুঝে ব্যয় কর’ এ মতবাদ অনুযায়ী হিসাব ব্যবস্থা পরিলক্ষিত হলে... র) স্বচ্ছলতা বৃদ্ধি পায় রর) আয় বৃদ্ধি পায় ররর) সুখ বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক ক) র ও ররর খ) রর ও ররর গ) র, রর ও ররর ঘ) র ও ররর ১০। পারিবারিক বাজেট হতে হবে- র) নমনীয় রর) কাল্পনীক ররর) বাস্তবধর্মী নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১। জনাব শামীম আরা শিক্ষকতা করে বেতন পান ১০০০০ টাকা, প্রাইভ্রেট থেকে আয় ৬০০ টাকা, খাতা দেখে পান ২০০০ টাকা, বাড়ি ভাড়া পান ১০০০ টাকা। শামীম আরা পেশা থেকে আয় করেন- ক)১৮০০০ টাকা খ ) ১০০০০ টাকা গ) ১২০০০ টাকা ঘ) ২৮০০০ জনাব আবিাদ প্রতিমাসে বেতন পান ২০০০০ টাকা এবং বছরে অন্যান্য আয় করেন ২০০০০ টাকা, তিনি আয়ের ৩০% খাদ্যে, ২০% শিক্ষা খাতে, ৩৫% বাড়ি ভাড়ায় ব্যয় করেন। ১২। শিক্ষা খাতে কত টাকা ব্যয় করেন ক)২৫০০০ টাকা খ ) ৫২০০০ টাকা গ) ২৬০০০ টাকা ঘ) ৬০০০০ ১৩। আবিদা খাদ্য খাতে ব্যয় করেন কত টাকা? ক) ৭৮০০০ টাকা খ ) ৮৭০০০ টাকা গ) ৭৮০০ টাকা ঘ) ৯০০০ ১৪। আর্থিক অবস্থার বিবরনী বলতে কোনটি বোঝায়? ক) আয়-ব্যয়ের বিবরনী খ) সম্পদ ও দায়ের বিবরনী গ) গদ প্রবাহ বিবরনী ঘ) পারিবারিক তহবিল বিবরনী ১৫। সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তি পরিবারের কোন জাতীয় আয়? ক) মুনাফা জাতীয় খ) মুলধন জাতীয় গ) নিট আয় ঘ) মোট আয় ১৬। পরিবারের বেশিরভাগ লেনদেন সগঠিত হয়- র) নগদে রর) চেকে ররর) ধারে নিচের কোনটি সঠিক- ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭। পরিবারের বাজেট তৈরি হয়- ক) সম্ভাব্য আয়ের ভিত্তিতে খ) প্রকৃত আয়ের ভিত্তিতে গ) সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে ঘ) প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে
×