ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৮, ৬ সেপ্টেম্বর ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধন- র. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয় রর. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয় ররর. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৯. “অল্প ব্যয়ে অধিক কাজ” ব্যাংকের কোন ধরনের নীতি? ক) উন্নয়নের নীতি খ) মিতব্যয়িতার নীতি গ) সাবধানতার নীতি ঘ) সচ্ছলতার নীতি ২০. বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে? র. শেয়ার রর. ঋণপত্র ররর. সরকালি সিকউরিটি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২১. সাধারণত কিস্তির মেয়াদ হয়- র. ৬ মাস পরপর রর. ৩ মাস পরপর ররর. ১ মাস পরপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. নতুন ব্যবসায় শুরু করতে হলে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? ক) স্থান নির্বাচন খ) ব্যবসায়ের ধরন নির্বাচন গ) স্থায়ী সম্পত্তি ক্রয় ঘ) কর্মচারী নিয়োগ ২৩. সঞ্ঝয়ী হিসাবের ক্ষেত্রে শহর এলাকায় সাধারণত কত টাকার অধিক উত্তোলন জন্য কত দিন পূর্বে নোটিশ প্রদান করতে হয়? ক) ২০, ০০০ টাকার খ) ১০, ০০০ টাকার গ) ৩০, ০০০ টাকার ঘ) ৫০, ০০০ টাকার ২৪. অর্থায়ন বিকাশের মূল চারণ ভূমি ছিল- ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ফ্রান্স ঘ) ইটালি ২৫. কোন অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি সবচাইতে দ্রুততম ও সরল প্রক্রিয়া? ক) দীর্ঘমেয়াদি খ) মধ্যমেয়াদি গ) স্বল্পমেয়াদি ঘ) কোনোটিই নয় ২৬. লভ্যাংশ সমতাকরণ তহবিল মূলত- র নিট লভ্যাংশের অংশ রর এক ধরনের সঞ্চিতি ররর প্রতিষ্ঠানের সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. চলতি হিসাব কত প্রকার? ক) দু প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ২৮. মি. শামিম তার বইয়ের দোকানে একটি ফটোকপি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছন। এটি কী ধরণের সিদ্ধান্ত ? ক) আয় সিদ্ধান্ত খ) অর্থায়ন সিদ্ধান্ত গ) বিনিয়োগ সিদ্ধান্ত ঘ) মুনাফা সিদ্ধান্ত ২৯. বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংকই কার্যত কোন ধরনের ব্যাংক হিসেবে গণ্য? ক) পাইকারি ব্যাংক খ) একক ব্যাংক গ) গ্রুপ ব্যাংক ঘ) খুচরা ব্যাংক ৩০. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী? ক) ঋণের সুদ খ) বিনিয়োগ গ) বিল বাট্টাকরণ ঘ) লকার ভাড়া ৩১. নগদ আন্ত:প্রবাহ যদি প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহি:প্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি- ক) লাভজনক খ) অলাভজনক গ) গতানুগতিক ঘ) অগ্রহণযোগ্য ৩২. কোনটি মধ্যমেয়দি অর্থায়ন হিসেবে পরিগণিত? ক) ০-১ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল খ) ১-২ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল গ) ১-৩ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল ঘ) ১-৫ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল ৩৩. কোম্পানির দউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে- র. দায় পরিশোধের অক্ষমতা দেখা দিলে রর. দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে ররর. দায় শোধ না করার কারণে ঋণ সরবরাহকারী আইনের আশ্রয় গ্রহণ করলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১৮. (ক) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ৬. (ক) ২৭. (খ) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (ঘ)
×