ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসির ভাবনা ও সাকিবদের আফসোস

প্রকাশিত: ০৭:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

আইসিসির ভাবনা ও সাকিবদের আফসোস

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বিস্তর-ক্রিকেটের পরিকল্পনাটা কার্যত স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে আগে থেকেই এর বিপক্ষে, সর্বশেষ তাতে যোগ দেয় মোড়ল দেশ ভারত। কুলীন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গী হয়ে নিউজিল্যান্ডের তবু এ নিয়ে তোড়জোড়ের কমতি নেই! এটি বাস্তবায়ন হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল ‘প্রথম’, নিচের তিন দলের সঙ্গে সহাযোগী-দুই শীর্ষসহ পাঁচ দলের মধ্যে হবে ‘দ্বিতীয়’ স্তর। একইভাবে লীগ পদ্ধতির ভিত্তিতে ওয়ানডে-টি২০তে থাকবে উন্নতি ও অবনমন। অনেক দিন ধরে আইসিসির মাথায় এটি ঘুুরপাক খাচ্ছে। তবে সর্বশেষ সভায় ভারতের বিরোধিতার মুখে সেটি স্থগিত হয়ে যায়। এবার এ নিয়ে কথা বলেছেন বিশ্বের নামকরা ক্রিকেটাররা। এবি ডি ভিলিয়ার্স, জেসন হোল্ডারের সঙ্গে আছেন বাংলাদেশের সাকিব-আল হাসানও। প্রত্যেকে ক্রিকেটের স্পিরিট ও জনপ্রিয়তা বাড়ানোর পক্ষে, তবে সেটি এভাবে বিভাজন তৈরি করে নয়। দ. আফ্রিকা তারকা ডি ভিলিয়ার্স বলেন, ‘টেস্টে লীগ পদ্ধতির চালু হলে কি হবে সেটি পরের বিষয়। আমি ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছি, সেটি হচ্ছে জনপ্রিয়তা বাড়াতে হলে বেশি করে ম্যাচ আয়োজন করতে হবে। প্রতি দলকে ভাল খেলতে হবে। আমাদের বেলায়ও সেটি সত্য।’ কূটনৈতিক বক্তব্য। আর হোল্ডার ও সাকিব পুরোপুরি এর বিপক্ষে। সাকিব তো অনেকটা দুঃখ করেই বলেছেন, ‘প্রথম বিষয় উন্নতির জন্য আমাদের বেশি ম্যাচ পেতে হবে। নিজের কথাই যদি বলি, ১০ বছরের ক্যারিয়ারে আমি মাত্র ৪২ টেস্ট খেলার সুযোগ পেয়েছি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হয়ে খেললে সংখ্যাটা ডাবল হতো। উন্নতি ও জনপ্রিয়তার কথা বললে, আগে সব দেশকে সমান ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।’ বেশি বেশি টেস্ট খেলার কোন বিকল্প নেই বলেই মনে করেন আধুনিক সময়ের জনপ্রিয় এই অলরাউন্ডার। প্রায় একই বক্তব্য আরেক বাংলাদেশী তারকা তামিম ইকবাল, ‘একজন ক্রিকেটারের সবসময় স্বপ্ন থাকে টেস্ট ম্যাচ খেলার জন্য। তার সঙ্গে এটাও স্বপ্ন থাকে ১০০ টেস্ট ম্যাচ খেলবে তার দেশের জন্য। আট বছর আগে আমার সঙ্গে টেস্ট ম্যাচ খেলা শুরু করা অনেকেই ৮০টির মতো টেস্ট খেলে ফেলেছেন। অথচ আমি এখন পর্যন্ত ৪২ টেস্ট ম্যাচ খেলেছি। এটা আমাদের হাতে নেই, তবে এতে আমরা পরিবর্তন আনতে পারি পারফর্মেন্স দিয়ে।’ বাংলাদেশ ভাল খেললে বড় দলগুলো তাদের সঙ্গে টেস্ট খেলতে আগ্রহী হবে বলে মনে করেন তামিম ইকবাল। আর ভারতীয় বোর্ড প্রধান অনুরাগ ঠাকুরের মতে, ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটের এই খেলার সমস্য সমাধানে এ বিষয়গুলো কোন পরিবর্তন আনবে না।
×