ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা ও ব্রাজিলের অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৭:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

আর্জেন্টিনা ও ব্রাজিলের অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে আবারও মাঠে নামতে যাচ্ছে দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ম্যাচে জয় পাওয়া দল দুটির অষ্টম পর্বের ম্যাচ অগ্নিপরীক্ষার। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই স্বাগতিক ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৫টায়। গত কয়েক বছর ধরেই কলম্বিয়া ব্রাজিলের জন্য হুমকি স্বরূপ। সেই কলম্বিয়া এবার ব্রাজিলের প্রতিপক্ষ বিশ্বকাপ বাছাইয়ে। নিজেদের মাঠে খেললেও জোশে প্যাকারম্যানের দলকে সমীহই করছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে। অন্য ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে-প্যারাগুয়ে, চিলি-বলিভিয়া ও পেরু-ইকুয়েডর। বর্তমানে সাতটি করে ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে আর্জেন্টিনা। চার জয়, দুই ড্র ও এক হারে তাদের ভা-ারে জমা ১৪ পয়েন্ট। সমান ১৩ পয়েন্ট করে আছে তিন দলের। তবে গোল গড়ে এগিয়ে থেকে দুইয়ে উরুগুয়ে, তিনে কলম্বিয়া ও চারে ইকুয়েডর। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে। ১০ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান সাত নম্বরে। অনেক নাটকীয়তার পর অবসর ভেঙ্গে উরগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দলে ফেরেন মেসি। রাজার হালেই প্রত্যাবর্তন ঘটে তারকা এই ফরোয়ার্ডের। ম্যাচে একমাত্র গোল করে দলকে পৌঁছে দিয়েছেন শীর্ষে। চোট নিয়ে খেলেছিলেন ম্যাচটি। এ কারণে ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারছেন না তিনি। তুলনামূলক দুর্বল হলেও তাই মেসিকে ছাড়া আর্জেন্টিনা কি করে সেদিকে তাকিয়ে আছে অনেকে। বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে মেসিকে ছাড়া খেলে বেহাল অবস্থায় ছিল আর্জেন্টিনা। খেলতে না পারলেও নিজের নতুন রঙের চুলের রহস্য জানিয়েছেন মেসি। গত জুলাইয়ের শেষদিকে বান্ধবী আন্টোনেল্লা রোকুজ্জো ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করার পরই মেসিকে প্রথম নতুন চুলের স্টাইলে (প্লাটিনাম ব্লন্ড) দেখা যায়। দেশে ফিরে আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে সেটিরই রহস্য খুলে বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মেসি বলেন, আমি জিরো থেকে শুরু করতেই একটি পরিবর্তন এনেছি। অনেক বিতর্ক থেকে উঠে এসেছি। যা আমার সঙ্গে ঘটেছিল এবং আমি নিজেকে প্রশ্ন করি। আমাকে অবশ্যই এসব ভাঙতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। আরেক সাক্ষাতকারে সাবেক ক্লাবে ফেরার কথা আরেকবার বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বলেন, আমি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে, বিশেষ করে নিউয়েলসে খেলতে চাই। আমি সেখানেই বেড়ে উঠেছিলাম। ইচ্ছাটা অনেক দিন মনের মধ্যে পুষে রেখেছি। সেখানে ফিরতে পারলে ভালই লাগবে। কারণ, ছোটবেলায় সেখানে খেলারই স্বপ্ন দেখতাম। গত কয়েক বছর ধরেই কলম্বিয়া ব্রাজিলের জন্য শক্ত প্রতিপক্ষ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ, সবশেষ দুটি কোপা আমেরিকায় এ প্রমাণ মিলেছে। তবে এসব নিয়ে এখন ভাবছে না সেলেসাওরা। অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়ের পর সেলেসাওরা চাঙ্গা হয়ে উঠেছে। ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন করে শুরু করেছে কোচ টিটের অধীনে। এই ম্যাচটির আগে মানাউসে ঘাম ঝরানো অনুশীলন করেছে ব্রাজিল দল। সেই অনুশীলনেই ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছেন তারকা নেইমার। অনুশীলন চলাকালে ক’জন ভক্ত ভালবেসে নেইমারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অনুশীলনে আচমকাই মাঠে ঢুকে পড়েন কয়েকজন ভক্ত। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে একেবারে নেইমারকে গিয়েই জড়িয়ে ধরেন দুজন। ওই অবস্থাতেই তিনজনই মাটিতে পড়ে যান। সঙ্গে এসে যোগ দেন আরও এক-দুজন। এদের কেউ কেউ নেইমারকে রক্ষা করার চেষ্টাই করছিলেন। কিন্তু সব মিলিয়ে একেবারে গিঁট্টু লেগে যাওয়া অবস্থা। ভক্তের মধুর অত্যাচারে নেইমারের তখন হাঁসফাঁস অবস্থা। পরে নিরাপত্তারক্ষীরা উদ্ধার করে তাকে। নেইমার হাসি দিয়েই পরিস্থিতি সামলেছেন। কিছুটা বিব্রত হলেও ভক্তদের ভালবাসায় খুশিই হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
×