ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিমানে জাতীয় দলকে বিদায় মামুনুলের

প্রকাশিত: ০৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

অভিমানে জাতীয় দলকে বিদায় মামুনুলের

স্পোর্টস রিপোর্টার ॥ গত সাফ সুজুকি কাপে বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। পরে অবশ্য বাফুফের অনুরোধে অধিনায়কের দায়িত্বটা চালিয়ে গিয়েছিলেন। তবে এবার শুধু অধিনায়কত্বই নয়, জাতীয় দলকেই বিদায় জানিয়ে দিলেন এ্যাটাকিং মিডফিল্ডার মামুনুল ইসলাম। মঙ্গলবার ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে অফের প্রথম লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার ওই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের ফুটবল দল ঘোষণা করে বাফুফে। কিন্তু সেখানে জায়গা না পাওয়ায় অপমানিত বোধ করে তারকা এই ফুটবলার অবসরের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘গতকাল পর্যন্ত জানতাম, ভুটানের বিপক্ষে খেলব। আজ শুনলাম আমি নেই। আমি অধিনায়ক। অনেক দিন ধরে দেশকে সেবা দিচ্ছি। আমার সঙ্গে একটু কথা না বলেই কোচ সিদ্ধান্ত নিলেন। এতে আমি অপমানিত বোধ করছি। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখ্য, ইনজুরির কারণে মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে খেলেননি মামুনুল। জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলা মামুনুল তখন বলেছিলেন, ভুটান ম্যাচের আগে পুরোপুরি সেরে ওঠার জন্যই মালদ্বীপের বিপক্ষে খেলছি না। প্রথমে শোনা যায়, মামুনুল তার অবসরের চিঠি জমা দিয়েছেন বাফুফেতে। পরে জানা যায়, সেই চিঠি এখনও জমা দেননি তিনি (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। ২০০০ সালে বিকেএসপিতে ভর্তি হন তিনি। ২০০৩ সালে অনুর্ধ ১৭, ২০০৫ সালে অনুর্ধ ১৯ ও ২০০৬ সালে অনুর্ধ ২৩ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগিতায়। জাতীয় দলে অভিষেক ২০০৭ সালে। ২০১৩ সালে হন অধিনায়ক। দুইটি সাফে খেললেও দলকে কোন শিরোপা এনে দিতে পারেননি। তবে খেলোয়াড় হিসেবে জিতেছেন ২০১০ এসএ গেমসে ফুটবলে স্বর্ণপদক। সেবার বাংলাদেশ অনুর্ধ ২৩ দল নিজেদের মাটিতে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এ মামুনুলের নেতৃত্বে বাংলাদেশ রানার্সআপ হয়।
×