ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাল কিছু শিখে এগিয়ে যাওয়ার সুযোগ দেখছেন কামরুল

মাশরাফিদের নিয়ে ওয়ালশের মিশন শুরু

প্রকাশিত: ০৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

মাশরাফিদের নিয়ে ওয়ালশের মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সম্ভাবনা ছিল আপাতত কাজের মধ্যে নেমে না পড়ার। কারণ ভ্রমণ ক্লান্তি যেমন আছে, তেমনি ক্রিকেটাররাও পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে যাবেন। কিন্তু রবিবার সংবাদ সম্মেলনে কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন বাংলাদেশের তরুণ উদীয়মান পেসারদের বিষয়ে বিশেষ আগ্রহ যেমন আছে তেমনি তাদের নিয়ে কাজে নামতে উন্মুখও হয়ে আছেন। সে কারণে আর দেরি করেননি, সোমবারই মাঠে নেমে পড়েছেন তিনি। সবার সঙ্গে পরিচিতিটাও সেরে ফেলেছেন। সেই সঙ্গে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে পেসারদের নিয়ে ক্ষুদ্র বোলিং সেশনও করিয়েছেন জানার জন্য। মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদরা থাকলেও অবশ্য ছিলেন না তাসকিন আহমেদ ও অন্যতম পেস স্তম্ভ মুস্তাফিজুর রহমান। ওয়ালশের সঙ্গে প্রথম সেশন কাটিয়ে দারুণ উচ্ছ্বসিত জাতীয় দলের পেসাররা। তরুণ কামরুল রাব্বি ওয়ালশের সঙ্গে প্রথম অনুশীলন শেষে আশা প্রকাশ করেছেন বাংলাদেশকে অনেক ভাল কিছু দিতে পারবেন ওয়ালশ এবং পেসাররা আরও কিছু শিখে এগিয়ে যাবে। ক্যারিবীয় এ সাবেক পেসারের বন্ধুত্বপূর্ণ আচরণেও মুগ্ধ হয়েছেন বলে জানালেন কামরুল। টি২০ বিশ্বকাপের পর থেকেই জাতীয় ক্রিকেট দল বোলিং কোচ শূন্য। জিম্বাবুইয়ের সাবেক পেসার হিথ স্ট্রিক দায়িত্ব ছাড়েন। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বসেরা পেসার ওয়ালশ দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের ক্রিকেটাররা বুধবার থেকেই ছুটিতে যাবেন। কিন্তু সুযোগটা হারাননি ওয়ালশ, সোমবারই পরিচিতিটা সেরে কাজে নেমে পড়েন। মিরপুরের মূল উইকেটে স্পট বোলিং করানো, বোলারদের গ্রিপ করা, রানিং, লেন্থ, ইয়র্কার এসব নিয়ে হালকা কাজ করেছেন। তবে ঈদের আগে নিজেদের মধ্যে আজ সর্বশেষ একটি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। তাই প্রথম দিন শুধু বোলারদের জেনেছেন, নিজে থেকে তেমন কোন টিপস দেননি ওয়ালশ। এ বিষয়ে কামরুল বলেন, ‘সবার নাম জিজ্ঞাসা করার পর কে কি বোলার সেই সম্পর্কে জেনেছেন। কাল যেহেতু ম্যাচ তাই আজ অনেক কিছুই বলেনি। কালকের (আজ) ম্যাচের প্রতি মনোযোগ দিতে বলেছেন। আমাদের শুধু স্পট বোলিং করানো হলো। ম্যাচে ইয়র্কার বোলিংগুলো করার কথা বলেছেন। এরপর লেন্থের বোলিং করানো হয়েছে। বাঁহাতির সময় ইয়র্কার এবং ডানহাতি ব্যাটসম্যানের সময় লেন্থ বোলিং এসব বলেছেন।’ তবে কাঁধে অস্ত্রোপচার করানো ‘কাটার বয়’ মুস্তাফিজ ও ত্রুটিপূর্ণ বোলিং এ্যাকশন শোধরাতে সোমবারই তাসকিন রওনা দেবেন বলে ছিলেন না অনুশীলনে। অনুশীলনে সবার বেসিকটাই দেখেছেন এবং পেসারদের বোলিং কৌশলটা পরখ করেছেন ওয়ালশ। এ বিষয়ে কামরুল বলেন, ‘আজ ছয় ওভার বল করানো হলো। বলেছেন এরপর আর কিছু দরকার নেই। বলেছেন পরবর্তীতে আমরা আরও ব্যাপক বিষয় নিয়ে কাজ করব। কারও কারও গ্রিপ নিয়ে কাজ করেছেন। ও শুধু দেখেছে কার কার কোথায় সমস্যা আছে। আবার রানআপ দেখল সবার। ওই রকম কোন টিপস দেয়নি। ও নিজে মনে হয় জানে অনেকের নাম। কারণ এখানে অনেকেই আন্তর্জাতিক ম্যাচে খেলেছে। যেমন রুবেল, আল আমিন অনেক খেলছে। ওদের তো চেনে। কালকের (আজ) ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। হাতুরাসিংহেও বলে গেছেন এ বিষয়ে। ওয়ালশও তাই বলছেন ম্যাচের দিকে নজর দাও, স্পট বোলিং কর।’ প্রস্তুতি ম্যাচ হলেও আজকের ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য। কারণ ওয়ালশ বেশ মনোযোগ দিয়েই পেসারদের পর্যবেক্ষণ করবেন সেটা নিশ্চিত। আপাতত প্রথম দিনে সবাইকে চিনেছেন, কিছুটা পরখ করেছেন এবং আজ দেখবেন ম্যাচে পেসাররা কে কেমন করেন। আলআমিন ও রুবেলের গ্রিপ দেখেছেন। ওয়ালশ বলেছিলেন তিনি আসলে কোচ হওয়ার চেয়ে পরামর্শক হতেই পছন্দ করেন। এ বিষয়ে কামরুল প্রথম দিন দেখে ওয়ালশ সম্পর্কে বললেন, ‘ও অনেক ভাল মানের বোলার ছিল। ও অবশ্যই আমাদের ভাল মানের কিছু দিতে পারবে। ও যদি এমন বন্ধুত্বপূর্ণ থাকে তাহলে আমাদের জন্য অনেক ভাল হবে। কোচ যত ফ্রেন্ডলি থাকবে খেলোয়াড়দের সঙ্গে ততো ভাব ভাল হবে দলের জন্য। ওর মতো খেলোয়াড় কোচ হিসেবে পাওয়াটা আমাদের জন্য অনেক বড় বিষয়। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের বোলাররা ডমিনেট করছে। ও থাকলে আমরা আরও এগিয়ে যাব।’ ওয়ালশ জানিয়েছিলেন তিনি বাংলাদেশ দল থেকে একজন এ্যামব্রোস বের করে আনতে চান। এ বিষয়ে কামরুল বলেন, ‘এ্যামব্রোসের উচ্চতা তো ৬ ফুট ৭ ইঞ্চি। তাসকিন, আল আমিন হতে পারে। আসলে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলি না। হতে পারে আমাকে পছন্দ করে ফেলছে আমাকে নিয়েই কাজ শুরু করে দিয়েছে।’
×