ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মরিনহোর দলে নেই শোয়াইনস্টাইগার

প্রকাশিত: ০৬:৫৮, ৬ সেপ্টেম্বর ২০১৬

মরিনহোর দলে নেই শোয়াইনস্টাইগার

স্পোর্টস রিপোর্টার ॥ মরিনহোর অধীনে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলা হয়নি বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের। শনিবার ঘোষিত ২৭ জনের ইউরোপা লীগের স্কোয়াডেও জায়গা হয়নি জার্মানির বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। এর ফলে রেড ডেভিলদের জার্সিতে অনিশ্চয়তার ভেলায় ভাসছেন শোয়াইনস্টাইগার। জোশে মরিনহো আগেই বলে রেখেছিলেন, এই মৌসুমে তার পরিকল্পনায় শোয়াইনস্টাইগারের ভূমিকা গৌণ। নিজের কথামতোই যেন কাজ করেছেন সাবেক চেলসির এই কোচ। কয়েকদিন আগেই আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নিয়েছেন শোয়াইনস্টাইগার। তবে ইউরোপা স্কোয়াডে না থাকলেও প্রিমিয়ার লীগের ঘোষিত স্কোয়াডে ঠিকই আছেন এই মিডফিল্ডার। ওল্ড ট্র্যাফোর্ডে মরিনহোর পা পড়ার সঙ্গে সঙ্গেই শোয়েইনির সঙ্গে মনোমালিন্যের খবরে সরগরম হয়েছিল গণমাধ্যম। জার্মান মিডফিল্ডারকে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল থেকে বাদ দিয়ে অঘোষিতভাবেই গলায় ঝুলিয়ে দিয়েছিলেন ‘বিক্রির জন্য’ সাইনবোর্ড। তবে নতুন মৌসুম শুরু হওয়ার পরই যেন সেই পরিকল্পনায় বাস্তবায়িত হতে যাচ্ছে। কেননা এখন পর্যন্ত যে স্পেশাল ওয়ানের অধীনে খেলা হয়নি জার্মান তারকার। তবে শোয়াইনস্টাইগারের দাবি, মরিনহোর সঙ্গে তার কোন সমস্যা নেই মৌসুম শুরুর আগে থেকেই ইউনাইটেডের মূল দলের সঙ্গে অনুশীলনে দেখা যাচ্ছিল না শোয়াইনস্টাইগারকে। চীনে রেড ডেভিলদের প্রাক মৌসুম দলেও মরিনহো তাকে নেননি। এরপর দেখা যায়, ইউনাইটেডের অনুর্ধ ২৩ দলের সঙ্গে অনুশীলন করছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। জানা যায়, মরিনহো সরাসরিই বাস্তিয়ানকে মূল দলের লকার রুম খালি করে যুব দলের সঙ্গে যোগ দিতে বলেছেন। শোয়াইনির বড় ভাই থেকে শুরু করে বেয়ার্ন মিউনিখের প্রধান পর্যন্ত এ নিয়ে মরিনহোকে এক হাত নেন। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে, মরিনহোর কারাদ-ের দাবিও তোলেন কেউ। তবে সময় গড়াতে ফিকে হয়ে গেছে সবই। ইউরোপার স্কোয়াডে আর জায়গা হলো না শোয়াইনস্টাইগারের।
×