ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ানডের শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৫৮, ৬ সেপ্টেম্বর ২০১৬

ওয়ানডের শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ এ সিরিজ জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও সুসংহত করেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ ওয়ানডেতে ডেভিড ওয়ার্নারের দল জিতেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। আবারও ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে লঙ্কানদের। ৪০.২ ওভারে মাত্র ১৯৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ‘ক্যাপ্টেন্স-নক’ সেঞ্চুরি (১২৬ বলে ১০৬) উপহার দিয়ে ৪৩ ওভারেই অসিদের আয়েশি জয় এনে দেন ওয়ার্নার। সেঞ্চুরিতে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। আজই দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০। শুক্রবার দ্বিতীয় টি২০ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিলকারতেœ দিলশান। ওয়ানডে হারের ক্ষতে প্রলেপ বোলাতে লঙ্কানরা স্বভাবতই জয় দিয়ে শুরু করতে চাইবে। ইনজুরিগ্রস্ত এ্যাঞ্জেলো ম্যাথুসের অনুপস্থিতিতে নেতৃত্বে দীনেশ চান্দিমাল। স্টিভেন স্মিথ দেশে ফিরে যাওয়ায় অসিদের দায়িত্বে ওয়ার্নার। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হয় অস্ট্রেলিয়া। কিন্তু ওয়ানডেতে ঠিকই নিজেদের দাপট দেখায় বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করল তারা। শীর্ষ দল হিসেবে অসিরা তাদের রেটিং পয়েন্ট বাড়িয়ে ১২৪-এ নিয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের তুলনায় অসিদের পয়েন্টের ব্যবধান ১১। অস্ট্রেলিয়ার কাছে সিরিজে পরাজিত হলেও শ্রীলঙ্কা মাত্র এক পয়েন্ট হারিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই রয়েছে। এদিকে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ৪-১ এ সিরিজে জয়ী হয়ে এক পয়েন্ট সংগ্রহ করায় তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭। ভারত ও দক্ষিণ আফ্রিকার থেকে তিন পয়েন্ট পিছিয়ে ইংল্যান্ড তাদের পঞ্চম স্থান ধরে রেখেছে। দশমিকের কম পয়েন্টে এগিয়ে থেকে প্রেটিয়াদের ওপরে, অর্থাৎ তৃতীয় স্থানে ভারত। সাত নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ৯৮। টাইগারদের সামনে ছয়ে ওঠার হাত ছানি। এজন্য আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে দুটি সিরিজেই জিততে হবে। তবে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ঠিক থাকলেও পয়েন্টে কমেছে পাকিস্তানের। ২০০১ সালে র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম নিজেদের সবচেয়ে কম পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে আজহার আলির দল। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোনমতে ‘হোয়াইটওয়াশ’ এড়ানো পাকিদের বর্তমান সংগ্রহ ৮৬ পয়েন্ট। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৯৪) থেকে তাদের পয়েন্টের ব্যবধান ৮। এই অবস্থায় পাকিস্তানের ২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বিশ্বকাপে খেলার জন্য স্বাগতিক ইংল্যান্ড বাদে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতে থাকা দলগুলোই কেবল সরাসরি অংশ নিতে পারবে। বাকি দুটি দলকে বাছাইপর্বের বাঁধা পেরিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বাছাইপর্বে ১০ দল অংশ নেবে। আর সর্বশেষ প্রকাশিত টি২০ র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া, তাদের আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আছে আট নম্বরে। সবার ওপরে নিউজিল্যান্ড। পরের দুটি স্থানে ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে দু’দলের জন্যই দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ইনজুরিতে পড়ায় অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারছেন না এ্যারন ফিঞ্চ ও ক্রিস লিন। শ্রীলঙ্কা দলেও আছে একাধিক পরিবর্তন।
×