ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুলারের জোড়ায় জার্মানির শুভসূচনা

প্রকাশিত: ০৬:৫৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

মুলারের জোড়ায় জার্মানির শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে ইউরোপীয় অঞ্চলের খেলা শুরু হয়েছে। জয় দিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়ার মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ফুটবলের জনক ইংল্যান্ড। রবিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে তারকা ফরোয়ার্ড টমাস মুলারের জোড়া গোলে ভর করে জার্মানি ৩-০ গোলে পরাজিত করে স্বাগতিক নরওয়েকে। ‘এফ’ গ্রুপের ম্যাচে শেষ বাঁশি বাজার মুহূর্তে মিডফিল্ডার এ্যাডাম লালানার গোলে ইংল্যান্ড ১-০ ব্যবধানে হারায় স্বাগতিক সেøাভাকিয়াকে। ‘সি’ গ্রুপে শুভসূচনা করেছে আজারবাইজানও। তারা ১-০ গোলে হারায় সান ম্যারিনোকে। চেক প্রজাতন্ত্র ও নর্দান আয়ারল্যান্ডের মধ্যকার গ্রুপের আরেক ম্যাচ গোলশূন্য ড্র হয়। ‘এফ’ গ্রুপে লিথুনিয়া ও সেøাভেনিয়ার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। আরেক ম্যাচে মাল্টাকে ৫-১ গোলে উড়িয়ে দেয় স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে হ্যাটট্রিক করেন রবার্ট সন্ডগ্রাস। এটি এবারের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে প্রথম হ্যাটট্রিক। ‘ই’ গ্রুপে তিন ম্যাচের দু’টিই ড্র হয়। কাজাখস্তান-পোল্যান্ড ম্যাচ ২-২ গোলে ও রোমানিয়া-মন্টেনিগ্রো ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। আরেক ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের লক্ষভেদে ডেনমার্ক ১-০ গোলে পরাজিত করে আর্মেনিয়াকে। নরওয়ের অসলোয় শুরু থেকেই স্বাগতিকদের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে অতিথি জার্মানি। ১৬ মিনিটে প্রথম গোল পায় ইউরোপের পাওয়ার হাউসরা। বক্সের বাইরে থেকে বেয়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের নেয়া জোরালো শটে গোলরক্ষক হাত লাগালেও বল ঠিকই ঠিকানা খুঁজে পায়। এর ফলে দীর্ঘদিনের গোলখরা কাটান তারকা এই ফুটবলার। ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির হয়ে ব্যর্থ ছিলেন, পারেননি একটি গোলও করতে। দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ হতে পারত। তবে এবার জশুয়া কিমিচের শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। বিরতির ঠিক আগে এই মিডফিল্ডারকে আর রুখতে পারেননি নরওয়ে গোলরক্ষক। ৪৫ মিনিটে মুলারের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে জড়ান কিমিচ। বিরতির পরও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে জার্মানরা। ৬০ মিনিটে তিন নম্বর গোল পায় জোয়াকিম লোর দল। সংঘবদ্ধ আক্রমণে ডানদিক থেকে সামি খেদিরার ক্রসে হেড করে গোলরক্ষককে পরাস্ত করেন মুলার। বাদ বাকি সময়ে আর গোল না হলেও সাবলীল জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের মধ্য দিয়ে অফফর্ম কাটিয়ে নিজের চেনা রূপে ফিরলেন মুলার। ২০১০ সালে নিজের প্রথম বিশ্বকাপেই জার্মানির হয়ে পাঁচ গোল করেছিলেন। জিতেছিলেন গোল্ডেন বুট। ২০১৪ বিশ্বকাপেও পাঁচ গোল করেন। সঙ্গে বিশ্বকাপ ট্রফি। বড় টুর্নামেন্ট মানেই মুলারের তাক লাগানো সাফল্য। কিন্তু এবারের ইউরোতে যেন হারিয়ে গিয়েছিলেন। অবশেষে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুর ম্যাচেই জোড়া গোল করলেন মুলার। ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো তাই রসিকতার সুরে বলেন, মুলার যদি গোল দুটি ইউরোতে করত, তাহলেই বেশি ভাল হতো। সেখানে অবশ্য সে গোল করার জন্য সম্ভাব্য সবকিছুই করেছিল, কিন্তু ভাগ্য ওর পক্ষে ছিল না। দশজনের সেøাভাকিয়ার বিপক্ষে ড্র করতে করতে জিতেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত হিসেবে দেয়া চার মিনিটের খেলাও শেষ। শেষ বাঁশি বাজার অপেক্ষা। কিন্তু আক্রমণে থাকায় বাশি বাজাতে পারেননি রেফারি। এই সুযোগে একেবারে অন্তিম মুহূর্তে সেøাভাকিয়ার জালে বল জড়িয়ে দেন ইংল্যান্ডের এ্যাডাম লালানা। স্বাগতিক গোলরক্ষকের পা ফসকে বল জালে জড়ায়। এরপর কিকঅফের পরপরই ম্যাচ শেষের বাজি বাজান রেফারি। ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর এটি ছিল সাম এ্যালারডাইসের প্রথম ম্যাচ। কোন রকমে তিনি জয় দিয়ে যাত্রা শুরু করেছেন। জিততে না পারলে ১৯৮২ সালে ববি রবসনের পর ইংল্যান্ডের কোচ হিসেবে প্রথম ম্যাচ না জেতার অগৌরবের সঙ্গী হতেন তিনি। তবে এত কিছু না ভেবে শুধু জয় পেয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন ইংলিশ কোচ। এ্যালারডাইস বলেন, আমরা আমাদের প্রাপ্যটাই পেয়েছি। মনে হয়েছিল রাতটা আমাদের হবে না। অনেক স্নায়ুচাপ সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মূহূর্তে দারুণ কাজ করেছে এ্যাডাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জয়।
×