ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

১১ বছর পর সঙ্গী পেল বর্ষা ও নোভা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দীর্ঘ ১১ বছর পর অবশেষে পুরুষ সঙ্গী পেল চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা সিংহী ‘বর্ষা’ ও ‘নোভা’। রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সমন্বয়ের কারণেই অবশেষে দু’বোন খুঁজে পেলেন পুরুষ সঙ্গী। এ সম্পর্কে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ মনজুর মোরশেদ বলেন, অনেক খোঁজখবর করেও উপযুক্ত পুরুষ সিংহ পাওয়া যায়নি। সম্প্রতি আমরা সংবাদপত্রের মাধ্যমে রংপুর চিড়িয়াখানায় দুটি পুরুষ সিংহ থাকার খবর পাই। এরপর বর্ষা ও নোভার মধ্য থেকে একটি রংপুর চিড়িয়াখানার সঙ্গে অদলবদল করার ব্যাপারে আলোচনার ভিত্তিতে সমঝোতায় উপনীত হই। তারই ধারাবাহিকতায় বর্ষাকে দুটি খাঁচায় পুরে ট্রাকে করে গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘রাজা’র সঙ্গী হবে বর্ষা। অন্যদিকে নোভার সঙ্গী হিসেবে আজ সোমবার ওই চিড়িয়াখানা থেকে বাদশাকে নিয়ে আসা হয়েছে। সপ্তাহখানেক বাদশা-নোভাকে পাশাপাশি খাঁচায় রাখা হবে জানিয়ে ডাঃ মনজুর মোরশেদ বলেন, শীঘ্রই দুটি সিংহকে একসঙ্গে রাখছি না। কারণ তারা মারামারি করতে পারে। আপাতত সপ্তাহখানেক পাশাপাশি থেকে ভাববিনিময় করুক। তারপর বিয়ের আয়োজন করব। ওই বিয়েতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, দর্শক ছাড়াও সাংবাদিকদের আমন্ত্রণ জানান হবে। প্রসঙ্গত, ২০০৫ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছিল সিংহ শাবক ‘বর্ষা’ ও ‘নোভা’। জমি নিয়ে বিরোধে মুদি দোকানদার খুন স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আলী আকছার মৃধা (৪২) নামের মুদি দোকানদার খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের পিতা আঃ রহিম মৃধা থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, আলী আকছার মৃধার সঙ্গে দীর্ঘদিন ধরে মামাত ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু ফয়সালা হয়নি। রবিবার বিকেলে জমির মালিকানা নিয়ে আবারও বিরোধের সৃষ্টি হয়। যা এক পর্যায়ে মারমুখী ঝগড়ায় রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের একজন আলী আকছার মৃধার ঘাড়ে লাঠির বারি মারে। তার অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রথমে গলাচিপা হাসপাতালে ও পরে বরিশাল নেয়ার পথে রাতে আলী আকছার মৃধা মারা যায়। খামারিরা গরু আমদানির বিপক্ষে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কোরবানির ঈদ উপলক্ষে যশোর অঞ্চলের ৭০ হাজার দেশী গরু হাটে ওঠার অপেক্ষায় রয়েছে। যশোরের আট উপজেলার খামারিরা এই ৭০ হাজার গরু, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করেছে। ঈদের বাজার ধরতে দু-একদিনের মধ্যেই এই পশুগুলো হাটে ওঠানো হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ কান্তি সরকার জানান, কোরবানিতে জেলায় ২৮ হাজার ২০০টি গরু ও ২৭ হাজার ৪০০টি ছাগলের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে প্রায় ৭০ হাজার পশু লালন পালন করছে খামারিরা। খামারিরা জানান, গত কয়েক বছর ধরে সীমান্ত পথে ভারতীয় গরু আমদানি অনেক কমে গেছে। এজন্য তারা দেশীয় গরু মোটাতাজাকরণ করে লাভবান হচ্ছেন। এবারও কোরবানির আগে ভারতীয় গরু না এলে তারা ভাল দাম পাবেন। দেশী গরু পালনে উদ্বুদ্ধ করতে ভারতীয় গরু আমদানি বন্ধ করা উচিত বলেও জানিয়েছেন খামারিরা। কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার কোনাবাড়ি গ্রামের কৃষক আকবর আলী হত্যা মামলায় আসামির মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালতের-(২) বিচারক জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। দ-প্রাপ্ত আসামির নাম আবু হানিফ প্রামাণিক। উপজেলা ভাইস চেয়ারম্যান আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ সেপ্টেম্বর ॥ নলডাঙ্গায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা জিয়াউল হক জিয়া ও তার বাবা ইউনূস আলীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সাতারভাগ গ্রামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত জিয়াউল হক জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শিবিরের সাবেক জেলা সভাপতি এবং ইউনূস আলী অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশ জানান, সোমবার ভোরের দিকে জিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিয়াউল হক জিয়া ও তার বাবা ইউনূস আলীকে আটক করে থানায় আনা হয়। বাঁশের আঘাতে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৫ সেপ্টেম্বর ॥ কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক শ্রমিকের বাঁশের আঘাতে আহত অপর শ্রমিক আবুল কালাম ওরফে আজাদ (৫০) মারা গেছেন। রবিবার গভীর রাতে জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গেছে, রবিবার সকালে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন স্লুইচ গেটে ব্লক ফেলার শ্রমিক কালাম ও মোঃ ওয়াসিমের সঙ্গে সামান্য একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ওয়াসিম কালামের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে কালামের মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। গণপিটুনিতে মাদক বিক্রেতা নিহত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৫ সেপ্টেম্বর ॥ পার্বতীপুরে বকুল (৩৫) নামে মাদক বিক্রেতা গণপিটুনিতে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শহর থেকে ১৫ কি.মি দূরে হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুরহাট এলাকায় রবিবার রাত ১০ টার দিকে। এলাকাবাসী জানায়, স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে সে দৌড়ে পালাতে থাকে। এক পর্যায়ে ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়। পরে তার লাশ পুলিশ পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করে। নিহত বকুল পার্শ্ববর্র্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের আবু বক্করের পুত্র। বরগুনায় বাসের চাপায় প্রভাষক নিহত নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৫ সেপ্টেম্বর ॥ বামনা উপজেলার আমুয়া পাথরঘাটা সড়কের চালিতাবুনিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। নিহত শিক্ষক কবির উদ্দিন (৪৬) বামনা উপজেলার শহীদ রাজা ডিগ্রী কলেজের প্রভাষক। জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে শিক্ষক কবির হোসেন কলেজের দিকে মোটরসাইকেলে যাবার পথে বিপরীত দিক থেকে বাস আসতে দেখে রাস্তার পাশে মোটরসাইকেলটি থামান। বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তার গায়ের ওপরে উঠিয়ে দেন। শিক্ষককে উদ্ধার করে বামনা উপজেলা স¦াস্থ্য কেন্দ্রে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×