ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৬

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনকণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর ও প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসীরা। এতে সাংবাদিকরাও অংশ নেন। সোমবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি অনিল মারান্ডি, সবিন চন্দ্র মু-া, জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার মু-া, নগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যবসায়ী টি. ইসলাম উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার আদিবাসীদের দখলে থাকা পুকুরসহ বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছে দীর্ঘদিন থেকে। গত ১৫ আগস্ট ভোরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলা হয় তার নির্দেশে। এ খবর প্রকাশ হলে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু ও জনকণ্ঠ রাজশাহীর ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীরসহ আদিবাসী মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। বক্তারা মামলা প্রত্যাহারের দাবি জানান। রাবিতে ভর্তির আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এদিন দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তির ফরম পাওয়া যাবে। আবেদন কার্যক্রম চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে গত ১ সেপ্টেম্বর প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির বৈঠক হয়। বৈঠকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহম্মদ এন্তাজুল হকসহ বিভিন্ন অনুষদের ডীন এবং হল প্রাধ্যক্ষরা অংশ নেন। ওই বৈঠকে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি ফরম বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিভিন্ন অনুষদে ভর্তির ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা কমানোর পাশাপাশি আবেদন ফি নির্ধারণ করা হয়। আগামী ২৩ থেকে ২৬ অক্টোবর নয়টি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×