ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে মহানগর শ্রমিকদের ওপর হামলা

প্রকাশিত: ০৬:০২, ৬ সেপ্টেম্বর ২০১৬

বরিশালে মহানগর শ্রমিকদের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর মাহেন্দ্র আলফা ও টেম্পো শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর সোমবার দুপুরে হামলা চালিয়েছে একই সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দরা। নগরীর আমতলার মোড় এলাকায় এই হামলায় ১০ শ্রমিক আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে মহানগর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ব্যবহৃত চেয়ার-টেবিল। মহানগর মাহেন্দ্র আলফা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকন অভিযোগ করেন, জেলা মাহেন্দ্র আলফা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লার নির্যাতন এবং বেপরোয়া চাঁদাবাজি রুখতে গত ২৯ মার্চ মহানগর মাহেন্দ্র আলফা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়। এ কারণে জেলা কমিটির নেতৃবৃন্দরা তাদের ওপর ক্ষিপ্ত হয়। সোমবার সকাল থেকে নগরীর আমতলা মোড় এলাকায় চেয়া-টেবিল বসিয়ে মহানগর কমিটির নেতারা সদস্য সংগ্রহ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কমিটির সভাপতি কামাল হোসেন লিটন মোল্লার নেতৃত্বে ২৫/৩০ জনে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বেদে পল্লীর যুব মহিলার মাঝে পুলিশের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার লৌহজং থানা কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। স্বর্ণ চোরাচালান মামলায় যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলার রায়ে সারওয়ার নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। সোমবার মহানগর দায়রা জজ শাহে নূর এ রায় প্রদান করেন। জানা যায়, জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুরের বাসিন্দা সারওয়ার ২০১৪ সালের ১৪ জুন ১৩৮টি স্বর্ণবারসহ ধরা পড়েন শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে। মধ্যপ্রাচ্য থেকে তিনি এ স্বর্ণগুলো নিয়ে এসেছিলেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার করেন। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, আসামি সারওয়ারের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে আদালত। দ-াদেশপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। কোটি টাকার হেরোইন উদ্ধার চট্টগ্রামে র‌্যাবের জব্দ করা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। আট দিন আগে গাড়িটি আটক করেছিল র‌্যাব। সোমবার বিকেলে ট্রাকের ভেতরের বিশেষ কেবিনে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় এক কেজি হেরোইন। বন্দর থানা সূত্রে জানানো হয়, ৬ হাজার বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করেছিল র‌্যাব। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এটিকে থানায় হস্তান্তর করা হয়।
×