ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৈনিক আজাদীর ৫৭ বছরে পদার্পণ

প্রকাশিত: ০৬:০২, ৬ সেপ্টেম্বর ২০১৬

দৈনিক আজাদীর ৫৭ বছরে পদার্পণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতিষ্ঠার পর ৫৬ বছর পেরিয়ে ৫৭ বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম ও দেশের অন্যতম প্রাচীন পত্রিকা ‘দৈনিক আজাদী।’ ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এই পত্রিকা। এ উপলক্ষে সোমবার আজাদীর পক্ষ থেকে ছিল ব্যাপক আয়োজন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শ্রেণী পেশার মানুষ আজাদী অফিসে এসে সফলতার সঙ্গে দীর্ঘ এই পথ চলার জন্য কর্তৃপক্ষকে অভিনন্দিত করেন। আগের দিন রবিবার এ উপলক্ষে সমাগম ঘটে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও খ্যাতিমান সাংবাদিকদের। চট্টগ্রাম নগরীর পাঁচতারকা মানের হোটেল রেডিসন ব্লু’তে সুধী সমাবেশ পরিণত হয় আনন্দঘন আয়োজনে। সেখানে যোগ দেন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আমাদের অর্থনীতি সম্পাদক নাইমুল ইসলাম খান, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, তাঁর লিখিত বক্তব্য পাঠ করে শোনান আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ টেলিভিশনের মাহমুদুর রহমান, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রামের জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার, চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চিটাগাং চেম্বার এ্যান্ড কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার ইকবাল বাহার, এফবিসিসিআই’র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গবর্নর লায়ন নাদের খান, লায়ন এ কাইয়ুম চৌধুরী, প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।
×