ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দৌলতপুরের গোয়ালগ্রাম গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ০৬:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

দৌলতপুরের গোয়ালগ্রাম গণহত্যা দিবস আজ

সাইদুল আনাম, দৌলতপুর থেকে ॥ কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালগ্রাম গণহত্যা দিবস আজ। এ দিনে রাজাকারদের সহযোগিতায় পাকহানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে মুক্তিযোদ্ধাসহ ১৭ নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ হয়ে আহত হন ২ জন মুক্তিযোদ্ধাসহ অসংখ্য নারী-পুরুষ। ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর রাতে একদল মুক্তিযোদ্ধা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম ফরাজীবাড়িতে অবস্থান নেন। ফরাজীবাড়িতে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন স্থানীয় রাজাকারদের এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে পাকহানাদার বাহিনী ওই বাড়ি ঘিরে ফেলে অতর্কিত গুলি চালায়। গুলির শব্দে ঘুমন্ত মুক্তিযোদ্ধাদের কেউ কেউ পালিয়ে আত্মরক্ষা করেন। আবার কেউ পাল্টা গুলিবর্ষণ করে শহীদ হন। পাকহানাদার বাহিনীর নির্মম গুলিবর্ষণে ফরাজীবাড়িতে অবস্থান নেয়া মুক্তিযোদ্ধাসহ ওই পরিবারে ১৭ জন শহীদ হন। তাদের গণকবরে সমাহিত করা হয় ওই বাড়ির পেছনে বাগানের ভেতর। পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা গুলি করে গণহত্যা চালিয়ে ক্ষান্ত হয়নি, সেদিন আগুন জ্বালিয়ে দেয় ওই গ্রামে। মাদকসেবী শিক্ষার্থীকে ছাত্রলীগের পিটুনি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে জীবন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের ১১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জীবন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অবসর ভাতার চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ কিশোরগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদরের পৌর মহিলা কলেজ মিলনায়তনে বেসরকারী শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ সাদী চেক বিতরণ করেন। ২০১২ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবসরে যাওয়া কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৫৮ জনের মাঝে মোট আড়াই কোটি টাকার চেক দেয়া হয়। এর বাইরে মৃত ও গুরুতর অসুস্থদেরকে অগ্রাধিকার ভিত্তিতেও চেক দেয়া হয়। এ সময় অবসর সুবিধা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ আল আমিনমহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ কিশোরগঞ্জ শহরের বুকচিরে প্রবাহিত নরসুন্দা নদী পুনঃখনন করে স্বপ্নের লেকসিটির সার্বিক উন্নয়ন কাজ সমাপ্ত না করেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। সোমবার সকালে শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ সংলগ্ন প্রকল্প বাস্তবায়িত ঘাটে জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস লেকসিটির পানিতে কচুরিপনা ও আশপাশে ময়লা-আবর্জনা পরিষ্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বেসরকারী শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, সাকাউদ্দিন আহাম্মদ রাজনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
×