ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩০ বছর অজ্ঞাত রোগে ভুগছেন এক বিধবা

প্রকাশিত: ০৬:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

৩০ বছর অজ্ঞাত রোগে ভুগছেন এক বিধবা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াব এলাকায় ৫০ বছরের বিধবা অজ্ঞাত রোগে ৩০ বছর ধরে ভুগছেন। আক্রান্ত বৃদ্ধা হোসনে আরা বেগম মৃত আজুর উদ্দিনের স্ত্রী। রবিবার ইউনিয়ন পরিষদের কার্যালয় হতে ভিজিএফের ত্রাণ নিতে এলে কথা হয় হোসনে আরা বেগমের সঙ্গে। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রায় ৩০ বছর আগে জ্বর হয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন ভুগেছিলেন। ওই সময় জ্বর সারার পর থেকেই সমস্ত শরীরে চুলকাত। এরপর ছোট ছোট গোঁটা হতে শুরু করে। তখন তার চিকিৎসা করালেও কোন সুফল পাওয়া যায়নি। আজুর উদ্দিন শিমুলিয়া এলাকার বসতবাড়িটিও বিক্রি করে দেন স্ত্রীর চিকিৎসার জন্য। টাকার অভাবে উন্নত চিকিৎসা কেন্দ্রে যেতে পারেননি তিনি। পুরো শরীরে টিউমারের মতো হয়ে মারাত্মক আকার ধারণ করেছে। প্রকাশ্যে ঘুরে বেড়াতেও পারছেন না তিনি। তাকে দেখলে অনেকেই ভয় পায়। এমনকি নিজের আত্মীয়স্বজনরাও কাছে আসে না। একমাত্র ছেলে সাইফুল ইসলাম হোসনে আরাকে ভরণ-পোষণ দিচ্ছে না। ১৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে অনাহারে-অর্ধাহারে কাটাতে হয়। এক পর্যায়ে বাপেরবাড়ি গুতিয়াবতে আশ্রয় নেন। পূর্বাচল উপশহর হওয়ার ফলে বাপেরবাড়ির যেটুকু জমি ছিল তাতে রাজউক নিয়ে নেয়। বিধি অনুযায়ী প্লট বরাদ্দও ভাগ্যে জোটেনি তার। ফলে ভাইদের বাড়িতে এক কোণে ছাপড়া ঘরে বসবাস করছেন তিনি। দিনমজুর ছেলে সাইফুল ইসলাম বউ ও সন্তানদের দিকেই নজর রাখে। খবর নেয় না মায়ের। ফলে অসহায়ত্বের কারণে চিকিৎসা নেয়া হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাইদুল ইসলাম বলেন, হোসনে আরা বেগমের রোগটি শনাক্ত করা যায়নি। এটি টিউমার হলেও উন্নত চিকিৎসার মাধ্যমে জানা যাবে, এটা কি ধরনের রোগ। পরিবারের ইচ্ছা থাকলে উন্নত চিকিৎসা বিষয়ে উপরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। বাসযাত্রীদের মালামাল লুট নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ সোমবার ভোরে রাজধানীর মিরপুর থেকে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইলের কথা বলে দূরপাল্লার বাসে যাত্রী উঠিয়ে যাত্রীবেশী একদল ডাকাত যাত্রীদের সর্বস্ব লুট করেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। যাত্রীরা জানান, নিজ নিজ গন্তব্যে আসার জন্য সোমবার ভোরে তারা ‘মিরপুর ইস্টার্ন হাউজিং’ এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা-পাবনা রুটের ‘রাজদূত’ পরিবহনের লাক্সারি বাসে ওঠে। বাসটিতে বিভিন্ন স্থান থেকে ১৫ জনের মতো যাত্রী ওঠানো হয়। বাসে আগে থেকে যাত্রীবেশী ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের তুরাগ এলাকা পার হওয়ার পর তাদের ওপর চড়াও হয়। ডাকাতরা সকলকে বেঁধে মাছ ব্যবসায়ী সিরাজ মিয়ার কাছ থেকে ১২ হাজার টাকা, খাইরুল ইসলামের কাছ থেকে ৩৫ হাজার টাকা, পোশাক শ্রমিক আব্দুল্লাহর কাছ থেকে ৬ হাজার টাকাসহ অন্যান্য যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।
×