ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীমান্তে রয়েছে ৫০টির বেশি চক্র

রাজশাহীতে ফের সক্রিয় মাদক সিন্ডিকেট

প্রকাশিত: ০৫:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে ফের সক্রিয় মাদক সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে ফের বেপরোয়া হয়ে উঠেছে মাদক সিন্ডিকেট। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে খুব সহজেই ওপার (ভারত) থেকে আসছে মাদকের চালান। বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন বিক্রেতারা এখন তৎপর সীমান্তে। কোরবানির ঈদকে সামনে রেখে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাজশাহীর গোদাগাড়ী, বাঘা, চারঘাট ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এখন মাদক সিন্ডিকেটের নিরাপদ রুটে পরিণত হয়েছে। মাদকের পাশাপাশি আসছে আগ্নেয়াস্ত্র। রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর এলাকা থেকে পেঁয়াজের ট্রাকে ৯৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালকসহ চারজনকে আটক করে র‌্যাব রাজশাহীর সদস্যরা। ফেনসিডিলের এ চালান সীমান্তের ওপার থেকে ঢাকায় নেয়ার চেষ্টা করা হচ্ছিল। এর আগের দিন রাতে একই উপজেলার টিকরির চর এলাকা থেকে ১৪০০ ইয়াবা উদ্ধার করে র‌্যাবের সদস্যরা। পুলিশ সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মজুদ গড়ে তুলতে বেপরোয়া রাজশাহী সীমান্তের মাদক বিক্রেতারা। অস্ত্র ও মাদক বিক্রেতাদের আটক করতে প্রশাসনের অভিযানের মধ্যে তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ মাদক আটক হলেও থামছে না মাদকের বিস্তার। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রতিবছরই সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠা মাদক সিন্ডিকেটের সদস্যরা ঈদকে পুঁজি করে মাদকের চালান বাড়িয়ে দেয়। মজুদ করে বিপুল পরিমাণ মাদক। উদ্ধার ও পাচারকারীরা মাদক বিক্রেতারা ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক নিয়ে মজুদ করে থাকে নিরাপদ স্থানে। সুযোগ বুঝে সেগুলো পাচার করা হয় দেশের বিভিন্ন জায়গায়। জানা গেছে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট, বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী উপজেলা দিয়ে ভারত থেকে আসছে মরণ নেশা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক। সেইসঙ্গে পার হয়ে আসছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। সীমান্তবর্তী উপজেলাগুলো হয়ে উঠছে অস্ত্র ও মাদক বিক্রেতাদের অভয়ারণ্য। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চোরাচালান হয়ে আসা অস্ত্র ও মাদকের মাত্র কয়েক ভাগ ধরা পড়ে। অন্যগুলো দেশের যুব সমাজের হাতে চলে যায়। সীমান্তবর্তী রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার মহদীপুরে রয়েছে ‘রিয়াল বাহিনী’। এই রিয়াল বাহিনীর প্রধান রিয়ালের বিরুদ্ধে বাঘা থানায় একাধিক মাদক মামলা আছে। রিয়ালের মতো আরও ৫০টির বেশি বাহিনী সীমান্ত এলাকায় মাদক নিয়ে এখন সক্রিয়।
×