ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী ভার্সিটির ভ্যাট আদায় অবৈধ

প্রকাশিত: ০৫:৫৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

বেসরকারী ভার্সিটির ভ্যাট আদায় অবৈধ

স্টাফ রিপোর্টার ॥ যে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করে আসছিল, সেগুলো অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই দুই প্রজ্ঞাপনের আওতায় যে অর্থ আদায় করা হয়েছে, তা ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে এনবিআরকে। এদিকে সড়ক ও জনপথ অধিদফতরের ১০৮ জন কম্পিউটার অপারেটরের চাকরি নিয়মিতকরণে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। অন্যদিকে আপীল বিভাগের রায় অনুসারে শপথ ভঙ্গ হওয়ার পরও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুচ আলী আকন্দ। রিট দায়ের ॥ আপীল বিভাগের রায় অনুসারে শপথ ভঙ্গ হওয়ার পরও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুচ আলী আকন্দ। বিএসএমএমইউতে রোবটিক সার্জারি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের উদ্যোগে সি ব্লকের মাল্টি পারপাস হলে সোমবার রোবটিক সার্জারি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান তরফদার। সেমিনারে বক্তারা জানান, এ ধরনের পদ্ধতি চালু হওয়ায় নাক কান, গলা সংক্রান্ত জটিল অপারেশনসমূহ দ্রুততার সঙ্গে নিখুঁতভাবে সম্পন্ন করা যাবে। এছাড়া রোবটিক সার্জারিতে রোগীর ঝুঁকির মাত্রাও কম এবং সার্জারি পরবর্তী নানা সমস্যাজনিত উপসর্গও তুলনামূলকভাবে কম হয়ে থাকে। -বিজ্ঞপ্তি
×