ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় অডিটর গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় অডিটর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর ॥ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবদুল বারেককে গ্রেফতার করা হয়েছে। পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের হিসাব থেকে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরিরত অবস্থায় হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকারী পেনশনভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করে অডিটর আবদুল বারেক। এ বিষয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদক-কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ফোবানায় এ্যাওয়ার্ড পেলেন সাতজন এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ আগামী বছরের ফেডারেশন অব বাংলাদেশী এ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন ফ্লোরিডায় ২০১৮ সালে আটলান্টায় অনুষ্ঠিত হবে। রবিবার সমাপ্তি ঘটল ৩ তিনব্যাপী এ সম্মেলনের। সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য ৭ জনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরা হলেন মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালনের পাশাপাশি বাঙালী সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের জন্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ (মুক্তিযোদ্ধা ক্যাটাগরি), সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, শিক্ষায় মডার্ন ই-লার্নিংয়ের উদ্ভাবক ড. বদরুল হুদা খান, বিজ্ঞানে ড. আশরাফ আহমেদ, সমাজসেবায় ওয়াহেদ হোসেনী, পরিবেশ সুরক্ষায় চ্যানেল আইয়ের মুকিত মজুমদার বাবু এবং মেধাগতভাবে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য নতুন প্রজন্মের আনশা জান্না ইসলাম। সম্মেলনের দ্বিতীয় দিনে এসব এ্যাওয়ার্ড হস্তান্তর করেন সমাজকর্মী কালিপ্রদীপ চৌধুরী।
×