ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের যৌথসভায় আজ জাতীয় সম্মেলনের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে

প্রকাশিত: ০৫:৫৬, ৬ সেপ্টেম্বর ২০১৬

আওয়ামী লীগের যৌথসভায় আজ জাতীয় সম্মেলনের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ২২-২৩ অক্টোবর ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার যৌথসভায় বসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক-সদস্য সচিবদের নিয়ে এ যৌথসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ যৌথসভাটি অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোপূর্বে গঠিত প্রায় ১১টি উপ-কমিটি বেশ কয়েক দফা বৈঠক করেছে। ওই বৈঠকে সম্মেলনের মূল মঞ্চের ডিজাইন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পুরো রাজধানীকে দলের উন্নয়ন ও সফলতার বিবরণ সুদৃশ্য করে জনগণের সামনে উত্থাপন, ডেলিগেট ও কাউন্সিলর মনোনয়ন, উন্নয়ন-সফলতা এবং বিএনপি-জামায়াতের নারকীয় ধ্বংসযজ্ঞ ও মানুষ হত্যার ভিডিওগুলো নিয়ে সিডি তৈরির কাজ চলছে। এছাড়া বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশগুলোর রাজনৈতিক নেতাদের সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠিও প্রস্তুত করেছে উপ-কমিটিগুলো। বৈঠক সূত্র জানায়, আজকের বৈঠকে জাতীয় সম্মেলনের প্রস্তুতি এবং অন্যান্য পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জাঁকজমকপূর্ণ এ সম্মেলন সম্পাদনে বৈঠকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নাকি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারেও আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি স্টাফ রিপোর্টার ॥ আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। তারা বলেন, সুপ্রীমকোর্টের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার্থে ও দেশের স্বার্থে কালবিলম্ব না করে তাদের পদত্যাগ করা উচিত। দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তারা দুজন শুধু একটি দলের মন্ত্রী নন, একটি দেশের মন্ত্রী। মন্ত্রী হিসেবে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। আদালতের রায়ের পর তারা স্বপদে বহাল থাকলে দেশের ও সর্বোপরি আদালতের মর্যাদা ক্ষুণœ হবে। সোমবার বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি বলেন, দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে সুপ্রীমকোর্টের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার্থে কালবিলম্ব না করে দুই মন্ত্রী অবিলম্বে মন্ত্রিত্ব ও জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন। দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন বলে মত দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুই মন্ত্রী বিচার বিভাগের মর্যাদা খাটো করেছেন।
×