ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবান দিয়ে ধোয়া যাবে...

প্রকাশিত: ০৫:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৬

সাবান দিয়ে ধোয়া যাবে...

শুনলে অবাক হবেন আপনার সাধের স্মার্টফোনটি একটি টয়লেটের সমান জীবাণু বহন করে। এই জীবাণু আপনাকে আক্রমণ করতে পারে। বিশেষ করে শিশুদের। কিন্তু কী করবেন? প্রত্যাহিক জীবনে ফোনতো ব্যবহার করতে হবে, তাই না?। সমাধান আছে। জাপান এখন এক পানিরোধী স্মার্টফোন বাজারে ছেড়েছে যেটি আপনি যখন তখন পানি ও সাবান দিয়ে ইচ্ছেমতো ধুতে পারবেন। মোবাইলটির নাম ডিগনো রাফ্রি। জাপানের প্রখ্যাত টেলিকম সংস্থা কিডি কর্পোরেশন এই মোবাইল বাজারে এনেছে। বাজারে ছাড়ার আগে পরীক্ষার জন্য এই সিরিজের একটি ফোন অন্তত সাত শ’ বার সাবান দিয়ে ধুয়েছে কোম্পানির গবেষকরা। কিডি মূলত মায়েদের জন্য এই ফোনটি ডিজাইন করেছে। কারণ আজকাল বাচ্চার কান্না থামাতে বেশিরভাগ মানুষই সাধের সেলফোনটি বাচ্চার হাতে ধরিয়ে দেন। এর ফলে বাচ্চার শরীরে জীবাণুর সংক্রমণ করতে পারে। কিন্তু ‘ডিগনো রাফ্রি’ ফোনটি আপনি সহজেই সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে বাচ্চার হাতে দিতে পারবেন। ফোনটির প্রাথমিক দাম ধরা হয়েছে এক শ’ ৭৫ ডলার।-জাপান টাইমস
×