ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন

উপসচিব মোহাম্মদ আমিন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৬

উপসচিব মোহাম্মদ আমিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মোঃ আখতার হামিদ জনকণ্ঠকে বলেন, সোমবার সকালে মগবাজার থেকে মোহাম্মদ আমিনকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা মোঃ শহিদুর রহমান জানান, মোহাম্মদ আমিনের জামিন আবেদনও নাকচ করে দেন বিচারক। বর্তমানে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা অবৈধ সম্পদ উপার্জনের অভিযোগ রয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে জানিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২০ জুলাই তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করা হয়।
×