ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ কুবি ছাত্রী নিশার ঢামেকে মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৬

রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ কুবি ছাত্রী নিশার ঢামেকে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ সেপ্টেম্বর ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হাসান নিশা। রবিবার গভীর রাতে তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুবির রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার নিশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিশা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আসকিনা গ্রামের আবু হাসানের মেয়ে। গত ২৩ আগস্ট ভোরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় প্রশান্তি (মেস) নামের বাসার নিচতলার একটি কক্ষে বিকট আওয়াজে বিস্ফোরণে ফাহমিদা হাসান নিশা দগ্ধ হয়। রহস্যজনক ওই বিস্ফোরণে নিশার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে যায়। পরদিন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই শহীদুল বাশার বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা কয়েকজনসহ ৩ ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন। তারা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার, হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মর্জিনা আক্তার এবং দগ্ধ ছাত্রী অর্থনীতি দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ফাহমিদা হাসান নিশা। নিশার মামা তারিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ডাক্তাররা নিশার মৃত্যুর খবর জানান। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিশার মরদেহ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আসকিনা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
×