ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যত্র আটক ৪১

সিরাজগঞ্জে জেএমবির আত্মঘাতী দলের চার নারী সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৬

সিরাজগঞ্জে জেএমবির আত্মঘাতী দলের চার নারী সদস্য গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে পুলিশ ও র‌্যাবের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধমূলক অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে । রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ থেকে জেএমবির ৪ নারী আত্মঘাতী সদস্য, ঝিনাইদহ থেকে জামায়াত-শিবিরের দুই নারী নেতাকর্মীসহ ৩৬, ঈশ্বরদী থেকে জামায়াতের সাবেক আমির, খুলনা থেকে এক জামায়াত সদস্য এবং নোয়াখালী থেকে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসব অভিযানে অস্ত্র-গুলি, কম্পিউটার ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো। জানা গেছে, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বরইতলা গ্রাম থেকে সোমবার ভোরে জেএমবির ৪ নারী আত্মঘাতী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ জিহাদী বই ও কম্পিউটার উদ্ধার করা হয়েছে। আটক জেএমবি সদস্যরা হলেন ফুলেরা খাতুন (৪৫), সাকিলা খাতুন (১৮), সালমা খাতুন (১৬) ও মোছাঃ রাজিয়া (৩৫)। জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ জানান, আটকরা জেএমবির সক্রিয় সদস্য। সোমবার ভোরে তারা বরইতলা গ্রামের ফরিদুলের বাড়িতে জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যকলাপ করার লক্ষ্যে গোপন বৈঠক করছিল। ফরিদুল জেএমবির একজন উচ্চ পর্যায়ের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৈঠক করা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা জেএমবি সদস্য সংগ্রহ করার চেষ্টা করছিল। সেই সঙ্গে তারা এই সংগঠনের হাইকমান্ডের নির্দেশ পেলেই ফিদায়ী হামলা অর্থাৎ আত্মঘাতী হামলার উদ্দেশে হিজরতে রওনা করত। হামলার জন্য তারা ইতোমধ্যেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছে। নির্দেশনা পেলেই আত্মঘাতী হামলা চালাত বলেও তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ আরও জানান, তাদের ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। ঝিনাইদহ ॥ নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুই নারী নেতাকর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরদী ॥ রবিবার গভীর রাতে সাহাপুর গ্রাম থেকে সাহাপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির রবিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানিয়েছেন। খুলনা ॥ মহানগরীর হরিণটানা থানাধীন ইসলাম নগরস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পেছনের এলাকায় একটি বাড়ি থেকে জামায়াত সদস্য মোঃ রফিকুল ইসলামকে (৩৪) আটক এবং বেশ কিছু জিহাদী বই ও অন্যান্য প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মৃত আঃ হান্নানের বাড়ির ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক ও বইপত্র উদ্ধার করা হয়। নোয়াখালী ॥ বাংলানিউজ জানায়, বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ছুরি ও দুটি ধারালো চাপাতি জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাদিরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
×