ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজাকাররা আমার ভাইসহ ১৩ জনকে আর্মি ক্যাম্পে নিয়ে হত্যা করে

প্রকাশিত: ০৫:৫১, ৬ সেপ্টেম্বর ২০১৬

রাজাকাররা আমার ভাইসহ ১৩ জনকে আর্মি ক্যাম্পে নিয়ে হত্যা করে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়া মারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী জহির হোসেন জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে বলেছেন, রাজাকাররা আমার ফুফাত ভাই বয়েজ উদ্দিনসহ ১৩ জনকে আর্মি ক্যাম্পে ধরে নিয়ে হত্যা করেছে। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৬ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর ফরমাল চার্জ শুনানি শুরু হবে। পটুয়াখালীর ইসহাক সিকদারসহ ৫ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল আগামী ১৬ অক্টোবর। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী জহির হোসেন জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন, আমার নাম জাহির উদ্দিন। আমার বর্তমান বয়স আনুমানিক ৭৪ বছর। আমার ঠিকানা গ্রাম পাঁচগাছি, থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। ১৯৭১ সালে আমার বয়সছিল ২৮ বছর। তখন আমি কৃষিকাজ করতাম। জবানবন্দীতে তিনি বলেছেন, রাজাকাররা আমার ফুফাত ভাই বয়েজ উদ্দিনসহ ১৩ জনকে আর্মি ক্যাম্পে ধরে নিয়ে হত্যা করেছে। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৬ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে। সাক্ষীকে সাক্ষ্য দানে সহায়তা করেন প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট গাজী তামিম। সাক্ষী বলেন, ঘোড়ামারা আজিজ সুন্দরগঞ্জ থানা রাজাকার বাহিনী গঠন করে। ঘোড়ামারা আজিজ সেই বাহিনীর কমান্ডার ছিলেন। একাত্তরের ১১ অক্টোবর ঘোড়ামারা আজিজসহ রাজাকারদের নির্দেশে আমার ফুফাত ভাই বয়েজ উদ্দিন সুন্দরগঞ্জ আর্মি ক্যাম্পে একটি মিটিংয়ে যায়। কিন্তু সেখান থেকে আর ফিরে আসেনি। পরে জানতে পারি, রাজাকাররা আমার ফুফাত ভাইসহ ১৩ জন চেয়ারম্যান মেম্বারকে তিস্তা নদীর কাছে নিয়ে গুলি করে হত্যা করে। হবিগঞ্জের দুই রাজাকার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর ফরমাল চার্জ হেয়ারিং শুরু হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ এ নির্দেশ দেন। গতকাল ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের জন্য সময়ের আবেদন করেন প্রসিকিউটর প্রসিকিউটর রানা দাশগুপ্ত। পটুয়াখালীর ৫ রাজাকার ॥ একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আটক পটুয়াখালীর ইসহাক সিকদারসহ ৫ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল আগামী ১৬ অক্টোবর। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে জন্য সময়ের প্রার্থনা জানালে এই সময় দেন ট্রাইব্যুনাল। এই মামলার পাঁচ আসামি হলেন- মোঃ ইসহাক সিকদার, আব্দুল গনি, মোঃ আউয়াল, মোঃ আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।
×