ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভূপেন হাজারিকা জয়ন্তী উৎসব শুরু কাল

প্রকাশিত: ০৫:৫১, ৬ সেপ্টেম্বর ২০১৬

ভূপেন হাজারিকা জয়ন্তী উৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না/ও বন্ধু ...। এভাবেই গানে গানে মানবতার কথা বলেছিলেন ভূপেন হাজারিকা। গেয়েছিলেন জীবনের জয়গান। আগামী ৮ সেপ্টেম্বর উপমহাদেশের এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর ৯০তম জন্মজয়ন্তী। বরেণ্য এই শিল্পীকে তাঁরই গাওয়া গানের সুরে ও আলোচনায় জানানো হবে জন্মদিনের ভালবাসা ও শ্রদ্ধাঞ্জলি। এ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হবে ভূপেন হাজারিকার ৯০তম জয়ন্তী উৎসব। ত্রাস ভুলে দানবেরে নাশ করি আয় সেøাগানে দুই দিনব্যাপী এ উৎসবের সূচনা হবে কাল বুধবার। যৌথভাবে উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও ফ্রেন্ডস অব বাংলাদেশ। সহযোগিতায় রয়েছে ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট। বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে শিল্পীকে শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে মুখ্য আলোচক থাকবেন গোহাটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অমর জ্যোতি চৌধুরী। বক্তব্য প্রদান করবেন ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্টের উপদেষ্টা অনুরাধা শর্মা পূজারী। আলোচনা শেষে উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের শিল্পী রূপম ভূইয়া ও সুরঙ্গম নৃত্যদল। এছাড়াও উদ্বোধনী দিনে সঙ্গীত বাংলাদেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। আলোচনা করবেন সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ। সমাপনী আয়োজনে ভারতের লোকগানের দল দোহারের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও ভূপেন হাজারিকার গান, তাঁর গানের দর্শন বিষয়ক সেমিনার ও কর্মশালা থাকবে দুই দিনের এ অনুষ্ঠানমালায়। জি-সিরিজের ঈদ এ্যালবাম ॥ প্রতি ঈদের মতো এবারও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো অর্ধশত নতুন এ্যালবাম। সোমবার রাজধানীর একটি রেস্তরাঁয় শিল্পীদের সঙ্গে নিয়ে মোড়ক উন্মোচন করা হয় এ্যালবামগুলোর। জি-সিরিজের ঈদ সম্ভারে সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরদের মতো জ্যেষ্ঠ শিল্পীদের গান শোনা যাবে ‘নক্ষত্রের ফুল’ এ্যালবামে। জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এবং ব্ল্যাকের নতুন এ্যালবাম মুক্তি পাচ্ছে এ ঈদেই। পাশাপাশি আসবে নতুন ব্যান্ড সমুদ্র’র প্রথম এ্যালবাম ‘সমুদ্রের গান’ ও স্কয়ারক্রো ব্যান্ডের এ্যালবাম। এপার বাংলার সঙ্গে থাকছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান। জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিতব্য অন্য এ্যালবামগুলো হলো- ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড এ্যালবাম ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নীল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড এ্যালবাম, মিক্সড এ্যালবাম ‘দূর আকাশের তারা’ (সুবীর নন্দী, কনকচাঁপা, হাসান চৌধুরী), ‘চিটাগাং-এর গান’ (সন্দীপন, বেলি, মুনসুর), ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, প্রাণো বন্ধুরে, ধ্রুব গুহর এ্যালবাম, ‘আনমনে’ (আহমেদ মাসুম), ‘ফিরে এসো মধুমিতা’ (মামুন জাহান), ‘তোমার কাছে যাবো’ (ওয়াসিম পাগলা), ‘দূরে গেলে’ (এমআর হেলাল), ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’ (মোহাম্মদ খালেদ হোসেন), ‘অনেক কথা বলেছিলেম’ (মিরা ম-ল), ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’ (লুবা), ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’ (শায়লা সাবরিন পলি)। নতুন এই গানের এ্যালবামের পাশাপাশি জি-সিরিজ থেকে প্রকাশিত হবে বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি। বাংলা চলচ্চিত্র ‘সুইটহার্ট’, ‘জোর করে ভালবাসা হয় না’, ‘সীমাহীন ভালবাসা’, ‘ব্ল্যাক মানি’র ডিভিডি পাওয়া যাবে জি-সিরিজে। সিডি, ডিভিডি ছাড়াও প্রকাশিত এ্যালবামগুলো স্মার্টফোন থেকে শোনা যাবে রেডিও জিবিডি ডটকম-এ। আর মিউজিক ভিডিও এবং বাংলা ছবি দেখা যাবে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিক এবং জি-সিরিজ মুভিজ-এ। চট্টগ্রামে শিল্পী অজিত রায় স্মরণানুষ্ঠান ॥ স্মরণ করা হলো বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অজিত রায়কে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের প্রয়াণ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে স্মৃতিচারণ, সঙ্গীত পরিবেশনা ও নিবেদিত শ্রদ্ধায় এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে অভ্যুদয় সঙ্গীত অঙ্গন। শিল্পীকে স্মরণের এ আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নাট্যজন মনোজ সেনগুপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মৃণাল ভট্টাচার্য, কবি ও সাংবাদিক অরুন দাশগুপ্ত, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রাউফ, শিল্পী শীল মোমেন প্রমুখ। প্রদ্যোৎ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনায় ছিলেন শিল্পীর মেয়ে শ্রেয়সী রায়। স্মৃতিচারণ করে মনোজ সেনগুপ্ত বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ডাকসুতে নিয়মিত যেতেন এবং গণসঙ্গীতের রিহার্সের করাতেন অজিত দা। সে সময়ের প্রতিটি অনুষ্ঠানে ছিল তাঁর সাহসী উপস্থিতি। গণসঙ্গীত গেয়ে উজ্জীবিত করতেন ছাত্র-জনতাকে। সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে খুব পছন্দ করতেন এবং আদর করে রায় বাহাদুর বলে ডাকতেন। সম্মেলক কণ্ঠে ‘তোমায় গান শোনাবো’ শীর্ষক পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে পরিবেশিত বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত, অজিত রায়ের সুর করা এবং তাঁর গাওয়া গান। পরিবেশন করেন অভ্যুদয়ের শিল্পীরা।
×