ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কয়লা সরবরাহে ১৬ জাহাজ কিনছে বিএসসি

প্রকাশিত: ০৫:৪০, ৬ সেপ্টেম্বর ২০১৬

কয়লা সরবরাহে ১৬ জাহাজ কিনছে বিএসসি

স্টাফ রিপোর্টার ॥ দেশের কয়লাচালিত বিদ্যুত কেন্দ্রের জ্বালানি (কয়লা) সরবরাহে ১৬ জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বিএসসির সঙ্গে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি) এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। সরকার কয়লাচালিত বিদ্যুত কেন্দ্রের হাব নির্মাণ করতে যাচ্ছে। মহেশখালী এবং পায়রাতে ১৬ হাজার মেগাওয়াটের কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর বাইরে রামপাল, বাঁশখালী, মুন্সীগঞ্জের মাওয়াতে সরকার কয়লাচালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে। এজন্য বিদ্যুত কেন্দ্র নির্মাণের কার্যাদেশ দেয়া হয়েছে। মহেশখালীতে বিদ্যুত কেন্দ্রের পাশাপাশি একটি কোল টার্মিনালও নির্মাণ করা হবে। এর বাইরে রামপালের কয়লা আমদানির জন্য মংলা বন্দর এবং পায়রায় আমদানির জন্য পায়রা বন্দরের নৌ চ্যানেল ব্যবহার করা হবে। এমওইউতে বলা হয়, চীন থেকে ১৬টি জাহাজের মধ্যে ছয়টি মাদার বাল্ক ক্যারিয়ার (সমুদ্রে চলমান বড় জাহাজ) এবং ১০টি লাইটার বাল্ক ক্যারিয়ার। নির্মাণ চুক্তির দুই বছরের মধ্যে এগুলো দেশে এসে পৌঁছবে। মাদার বাল্ক ক্যারিয়ার প্রতিটি ৮০ হাজার ডেড ওয়েট টন (ডিডাব্লিউটি) এবং লাইটার বাল্ক ক্যারিয়ার প্রতিটি ৮-১০ হাজার ডিডাব্লিউটি কয়লা পরিবহন করতে পারবে। সমঝোতা অনুযায়ী সিএইচইসি চীনের বাণিজ্যিক ব্যাংক থেকে অথবা অন্যকোন পন্থায় ঋণ সহায়তাও যোগাড় করে দেবে বিএসসিকে। বিএসসি শুধু ঋণের কিস্তি পরিশোধ করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ১০নং আদেশ বলে বিএসসি প্রতিষ্ঠা করেন। বিএসসি প্রতিষ্ঠা লাভের মাত্র ৪ মাসের মধ্যেই ১০ জুন ১৯৭২ বাংলাদেশের প্রথম সমুদ্রগামী জাহাজ হিসেবে বাংলার দূত সংগ্রহ করা হয়। এর পরপরই বাংলার সম্পদ নামে অপর একটি জাহাজ বিএসসি বহরে যুক্ত হয়। বিএসসি প্রতিষ্ঠার মাত্র ২৯ মাস পর নবেম্বর ১৯৭৪ সালের মধ্যে ১৮টি সমুদ্রগামী জাহাজ যোগ হয় বিএসসি বহরে। কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে সর্বমোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়। তবে হতাশার কথা হচ্ছে অনেক স্বপ্নের এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন মাত্র তিনটি জাহাজ রয়েছে। বিএসসি’র নির্বাহী পরিচালক (অর্থ) ইয়াসমিন আফসানা এবং সিএইচইসি’র প্রতিনিধি হুয়াং দাত্তজুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএসসি’র জন্য দু’টি মাদার ট্যাঙ্কার সংগ্রহ করতে গত এপ্রিলে চীনের একটি কোম্পানির সাঙ্গে এমওইউ সই হয়। এছাড়া বিএসসি’র জন্য বড় ধরনের ছয়টি জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে।
×