ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেপুটি গবর্নর পদে ১৭ জনের সাক্ষাতকার নিয়েছে সার্চ কমিটি

প্রকাশিত: ০৪:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৬

ডেপুটি গবর্নর পদে ১৭ জনের সাক্ষাতকার নিয়েছে সার্চ কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয় দফায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর নিয়োগের সাক্ষাতকার নেয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এ সাক্ষাতকার গ্রহণ করে সার্চ কমিটি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সাক্ষাতকারের জন্য ১৭ জনকে ডাকা হলেও একজন অনুপস্থিত ছিল। যে সব প্রার্থীরা সাক্ষাতকারে অংশগ্রহণ করেন তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, মোঃ সাইফুল ইসলাম, আহমেদ জামাল, ম. মাহফুজুর রহমান (পিআরএল), এস এম মনিরুজ্জামান, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোঃ হুমায়ুন কবীর (পিআরএল), শুভংকর সাহা, বিষ্ণু পদ সাহা, কাজী নাসির আহমেদ (পিআরএল), মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার, মোঃ আব্দুর রহিম। এছাড়া ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি মোঃ আফজালুল বাশার (পিআরএল), সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ খোরশেদ হোসাইন ও সাবেরা আখতারী জামাল এবং সিটি ব্যাংকের সাবেক ডিএমডি বদরুদ্দোজা চৌধুরী। শুধু ডাচ্-বাংলা ব্যাংকের ডিএমডি সাইদুল হাসান অনুপস্থিত ছিলেন। এর আগে রিজার্ভ চুরির ঘটনায় গত মার্চের ১৫ তারিখ কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেন। একই দিনে এবং একই ইস্যুতে দুজন ডেপুটি গবর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানার চুক্তি বাতিল করে অর্থ মন্ত্রণালয়। এরপর ২৪ মার্চ ড. খলীকুজ্জমানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়। এ কমিটি ২৭ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। পরে আবেদনকারী অর্ধশতাধিক প্রার্থীর মধ্যে ২১ জনকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়। এতে দুই ধাপে ১৯ জন মৌখিক পরীক্ষা দেন। তাদের মধ্যে তিনজনের নাম সুপারিশ করে কমিটি। কিন্তু তাদের বিরুদ্ধে দুদক ও গোয়েন্দা সংস্থার অভিযোগের কারণে এ সুপারিশ বাতিল করা হয়। এরপর দ্বিতীয় দফায় গত ২১ জুলাই কিছু শর্ত শিথিল করে বিজ্ঞপ্তি করা হয়। যেখানে আবেদনের শেষ তারিখ ছিল ১০ আগস্ট। এ সময় মোট ৩১ জন আবেদন করলে সেখান থেকে মৌখিক পরীক্ষার জন্য ১৭ জনকে ডাকা হয়েছিল।
×