ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক শিল্প এলাকায় আগামী শনি ও রবিবার ব্যাংক খোলা

প্রকাশিত: ০৪:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৬

পোশাক শিল্প এলাকায় আগামী শনি ও রবিবার ব্যাংক খোলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শনিবার ও রবিবার খোলা থাকবে। একইসঙ্গে বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দর বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোর প্রতি শু?বার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শুক্রবার ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ-উল-আযহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী শনিবার ও রবিবার খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে। আর সরকারী ছুটি হওয়ায় অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্য প্রজ্ঞাপনে পরামর্শ দেয়া হয়। আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর দেশের সকল কাস্টমস হাউস খোলা অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামি ৯ থেকে ১১ সেপ্টেম্বর মোট তিন দিন দেশের সকল কাস্টমস হাউস খোলা থাকবে। রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। সে সব হাউস খোলা থাকবে সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও, বেনাপোল কাস্টমস হাউস, আইসিডি কমলাপুর এবং কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা ও চট্টগ্রাম। এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে আসন্ন ঈদ-উল-আজহার আগে ৯ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন এই কাস্টমস হাউসগুলো খোলা থাকবে। একই কারণে কাস্টম হাউস ও স্টেশন সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্যান্য অত্যাবশ্যকীয় স্টেক হোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এনবিআর।
×