ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্যানারি মালিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ

প্রকাশিত: ০৪:০২, ৬ সেপ্টেম্বর ২০১৬

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা না হলে ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা কেউই লাভবান হবেন না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাম নির্ধারণ করতে ব্যবসায়ীদের বলা হয়েছে। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার এ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। এদিকে, বাংলাদেশের চামড়ার মোট চাহিদার বেশিরভাগের যোগানই আসে কোরবানির পশু থেকে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেনার জন্য প্রতিবছর এই দাম নির্ধারণ করে দেন চামড়া ব্যবসায়ীরা। মূল্য কত নির্ধারণ করা হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটা বাস্তবসম্মত মূল্য তো নির্ধারণ করতে হবে। জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য পায়, আবার চামড়া শিল্পের ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা করে চামড়ার দাম ঠিক করে আমাদের অবহিত করবেন এবং বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন। বাস্তবসম্মত দাম ঠিক করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, চামড়া নিয়ে সরকার কাউকে সিন্ডিকেট করতে দেবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু রয়েছে। কোরবানিযোগ্য গবাদি পশু এক কোটি চার লাখ। আর স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজা করা গরু রয়েছে ৩৩ লাখ। বাণিজ্যমন্ত্রী বলেন, লবণের দাম যাতে বাজারে না বাড়ে সেজন্য সরকার দেড় লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবারই এই লবণের জন্য এলসি খোলা হবে। ব্যবসায়ীদের প্রণোদনার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাভার থেকে ক্রাস্ট ও ফিনিশড লেদার যারা রফতানি করবে, সেসব ব্যবসায়ীদের ৫ শতাংশ নগদ সহায়তা প্রদান করা হবে। নীতিগত সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই অর্থ বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হবে। বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, গত বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার প্রতিবর্গ ফুট ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম অনেক কমে গেছে। এটা বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করা হোক। চামড়া শিল্পের উদ্যোক্তা মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, বর্তমানে কাঁচা চামড়ার ক্রান্তিকাল চলছে। আগে কোনদিন এমন অবস্থা আসেনি এই শিল্পে। গত বছরের প্রায় ৩৫ শতাংশ চামড়ার এখনও মজুত রয়েছে। পরিবেশ দূষণের কারণে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে চামড়া শিল্প নগরীতে এবছরই সরে যেতে বাধ্য করেছে সরকার। হাজারীবাগের চামড়া আনা-নেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি। এই বছর কাঁচা চামড়া নষ্ট হওয়ার শঙ্কাও প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা। এ বছর লবণের দাম বেশি। সে কারণে মৌসুমী ব্যবসায়ীরা চামড়ায় লবণ কম দেবে। ফলে অনেক চামড়া নষ্ট হতে পারে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ব্যবসায়ীরা নেতারা।
×