ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম ৮ মাসে বিদেশীরা শেয়ার কিনেছে বেশি

প্রকাশিত: ০৪:০১, ৬ সেপ্টেম্বর ২০১৬

প্রথম ৮ মাসে বিদেশীরা শেয়ার কিনেছে বেশি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীরা বিক্রির চেয়ে বেশি পরিমাণ শেয়ার কিনেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের গত ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বিদেশী বিনিয়োগকারীরা ৩ হাজার ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ২ হাজার ৬০৫ কোটি ৪৬ লাখ টাকার। এ হিসাবে বিক্রির তুলনায় কেনার পরিমাণ ৪৪৫ কোটি ৭১ লাখ বা ১৭ শতাংশ বেশি হয়েছে। এ সময় বিদেশী বিনিয়োগকারীরা মোট ৫ হাজার ৬৫৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন করেছেন। যা ডিএসই’র মোট (দেশী ও বিদেশী) লেনদেনের ৮.৩২ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামিক ফাইনান্সের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফিন্যান্সের উদ্যোক্তা মোঃ ফজলুল হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফজলুল হকের কাছে কোম্পানির মোট ৬ লাখ ৮৭ হাজার ৫৮০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৪ লাখ শেয়ার বিক্রি করবেন। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×