ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেড ক্যাটাগরিতে ইউনাইটেড এয়ার

প্রকাশিত: ০৪:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

জেড ক্যাটাগরিতে ইউনাইটেড এয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি আজ মঙ্গলবার থেকে পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট কার্যক্রম গত ৬ মাসের বেশি সময় বন্ধ রয়েছে। তাই কোম্পানিটিকে ক্যাটাগরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। উল্লেখ্য, মঙ্গলবার থেকে কোম্পানিটির শেয়ার কিনতে ঋণ সুবিধা দেয়ার ওপরও নিষেধাজ্ঞা জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। এদিকে সোমবার ক্যাটাগরি অবনমনের দিনে কোম্পানিটির মোট ১ কোটি ১ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির মোট ১৭ লাখ ৮৯ হাজার ৩৯৩টি শেয়ার হাত বদল হয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দিনশেষে সমন্বয় মূল্য দাঁড়িয়েছে ৫.৬০ টাকা। ২০১০ সালে বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৮৭ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে মাত্র ৫.০২ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, ১৭.৪৩ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৭৭.৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। ২০১০ সালে ৫ টাকা প্রিমিয়ামে অর্থাৎ ১৫ টাকা বরাদ্দ মূল্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল ইউনাইটেড এয়ারওয়েজ। এদিকে গত ছয় মাস ধরে ফ্লাইট বন্ধের পরও কিছুদিন আগের কোম্পানিটিকে প্লেসমেন্ট ও বন্ড ছেড়ে ৬২৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।
×