ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০০, ৬ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪২৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন। রবিবার ডিএসইতে ৪৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক, ডরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, মবিল যমুনা বিডি, ন্যাশনাল টিউবস ও একমি ল্যাবরেটরিজ। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল টিউবস, সাফকো স্পিনিং, একমি ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, ডেল্ট্র্রা ব্র্যাক মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্ট্রা মিউচুয়াল ফান্ড ও প্রিমিয়ার ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ঃ এসএমইএল মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও অগ্রনী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, আইডিএলসি, ডরিন পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।
×