ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী কাল

প্রকাশিত: ০৩:৫০, ৬ সেপ্টেম্বর ২০১৬

রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী কাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের তিন মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য বাঙালীর মানস গঠনে অপরিহার্য ভূমিকা রেখেছেন। তাঁদের লেখনী সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সাম্রাজ্যবাদসহ সকল অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে এবং সাম্যবাদী সমাজ গঠনের সংগ্রামে আলোকবর্তিকা হিসেবে পথনির্দেশ করে চলেছে। এই তিন মহান সাহিত্যিকের জয়ন্তী উদযাপনে আগামীকাল বুধবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজন করেছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল ৫টায় শুরু হবে এ আয়োজন। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ কাজী মদিনা, নজরুল গবেষক তাহা ইয়াসিন এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।
×