ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্নিয়ার ‘শহর’

প্রকাশিত: ০৩:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

কর্নিয়ার ‘শহর’

স্টাফ রিপোর্টার ॥ ‘তোমাদের গান শোনাতে এসেছি এই শহরে, ভালবাসার বৃষ্টি হয়ে যাব আমি ভিজিয়ে, আসবে প্রভাত কাটবে এই রাত নাচের মুগ্ধতায়’। এমনই কথামালায় ঈদে আসছে কর্নিয়ার কণ্ঠে ‘শহর’ শিরোনামের গানটি। গানচিলের ব্যানারে প্রথমে গানটি প্রকাশ হতে যাচ্ছে জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিকসহ বিভিন্ন এ্যাপসে। আইটেম ধাঁচের এই গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, আইটেম টাইপের গানে কণ্ঠ দিতে আমার অনেক ভাল লাগে। নিজের একক এ্যালবামের কাজ নিয়ে একটু ব্যস্ত। তাই এবারের ঈদে আমার খুব বেশি গান প্রকাশ হচ্ছে না। ‘শহর’ গানটি প্রকাশ হতে যাচ্ছে জেনে আমি একটু উচ্ছ্বসিত। সুর ও সঙ্গীত পরিচালনার ভাল কাজ করেছেন সজীব দাস। আশা করছি গানটি সবার ভাল লাগবে। সজীব দাস বলেন, কর্নিয়ার গায়কীকে মাথায় রেখেই সুর ও সঙ্গীত পরিচালনা করা। গানটি নিয়ে আমি সন্তুষ্ট। এখন শ্রোতাদের কাছে ভাল লাগলেই আমার স্বার্থকতা। গীতিকার তারেক আনন্দ বলেন, বেশিরভাগ স্টেজ শোগুলোই অনুষ্ঠিত হয় রাতে। কর্নিয়া ব্যাপক স্টেজ পারফর্ম করেন। ‘শহর’ গানটি লেখা হয়েছে রাতের স্টেজ পারফর্মের গল্প নিয়ে। শিল্পী ও শ্রোতার সুন্দর একটি গল্পই তুলে আনা হয়েছে এই গানে। আশা করি কর্নিয়ার কণ্ঠে গানটি সবার ভাল লাগবে।
×