ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আনিসুজ্জামানকে নিয়ে তথ্যচিত্র ‘বাতিঘর’

প্রকাশিত: ০৩:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৬

আনিসুজ্জামানকে নিয়ে তথ্যচিত্র ‘বাতিঘর’

স্টাফ রিপোর্টার ॥ ইতোপূর্বে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্ম ও জীবনভিত্তিক তথ্যচিত্র ‘কৃষ্ণকলি’ নির্মাণ করেন নন্দিত হোন নির্মাতা মাসুদ করিম। তথ্যচিত্রটি দুই বাংলায় সুধী মহলে সমাদৃত হয়। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার বাংলাদেশের কীর্তিমান পুরুষ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে বিশেষ তথ্যচিত্র নির্মাণ করছেন মাসুদ করিম। ‘বাতিঘর’ নামের এই তথ্যচিত্রের দৃশ্যধারণ শেষ হয়েছে। এ তথ্যচিত্রের মাধ্যমে জানা যাবে আনিসুজ্জামানের কর্ম ও জীবনভিত্তিক অনেক অজানা কথা। জীবনের নানান প্রতিকূলতার স্মৃতি উঠে আসবে এই তথ্যচিত্রে যা কিনা আনিসুজ্জামানকে নিয়ে যারা ভবিষ্যতে গবেষণা করবেন তাদের কাছে এটি সহায়ক ভূমিকা রাখবে। ইতোমধ্যেই এই তথ্যচিত্রের চিত্রগ্রহণ কলকাতা, খুলনা শহরের বিভিন্ন স্থানে এবং লন্ডনে ধারণ করা হয়েছে। পারিবারিক সদস্য ছাড়াও দুই বাংলার স্বনামধন্য ব্যক্তিরা নিজেদের দৃষ্টিকোণ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে মূল্যায়ন করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ সিংলা, লন্ডন প্রবাসী সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি নাসির আহমেদ এবং পশ্চিমবঙ্গ থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুরঞ্জন দাশ। অতিসম্প্রতি কলকাতায় এর শেষ পর্যায়ের চিত্রগ্রহণ শেষ হয়েছে। আনিসুজ্জামানের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। নির্মাতা মাসুদ করিমের উদ্যোগে এই ‘বাতিঘর’ ২০১৭ এর ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক আনিসুজ্জামানের ৮০তম জন্মদিনে ঢাকায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে কলকাতা, টোকিও এবং লন্ডনে এর প্রদর্শনীর আয়োজন করা হবে।
×