ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিডনিতে বাংলাদেশী নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

সিডনিতে বাংলাদেশী নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার

অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটি বাড়ি থেকে এক বাংলাদেশী নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্মিথফেল্ডের ওই বাড়িতেই তাদের তিন বছরের মেয়েকে পাওয়া গেছে ঘুমন্ত অবস্থায়। খবর ওয়েবসাইটের। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানিয়েছে, এ ঘটনাকে ‘হত্যার পর আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, ছয় বছর একসঙ্গে থাকবার পর কিছুদিন আগে তাসমিন বাহার নামের ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশী নারীর সঙ্গে তার সঙ্গী ডেভ পিল্লাইয়ের (৪০) বিচ্ছেদ ঘটে। এরপর মেয়েকে নিয়ে অন্য বাসায় চলে গিয়েছিলেন তাসমিন। কিন্তু গেল বাবা দিবসে মেয়েকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতে স্মিথফেল্ডের বাড়িতে এসেছিলেন তাসমিন। ঘণ্টা বাজানোর লোক নেই! লোকবলের অভাবে ব্রিটেনের গির্জাগুলোতে ঘণ্টা বাজানোর সনাতন রীতি এখন হুমকির মুখে। বিবিসির এক জরিপে দেখা যায়, এ কাজের জন্য লোকজনকে উৎসাহিত করাও কঠিন হয়ে পড়েছে। গির্জায় যারা বেল বাজান তাদের পরিষদের বার্ষিক এক সম্মেলনে তিন-চতুর্থাংশ লোকই বলেছেন, গত ১০ বছরে এ কাজের জন্য নতুন কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে। -বিবিসি শিক্ষক দিবসের উপহার... শিক্ষিত সমাজ তৈরির প্রথম পদক্ষেপই হলো সঠিক শিক্ষাব্যবস্থা। আর এ শিক্ষাব্যবস্থাকে সঠিক পথে চালিত করেন শিক্ষকরাই। এমনটাই মনে করেন তিনি। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদেরও এ পাঠই দিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। দিল্লীর রাজেন্দ্র প্রসাদ সর্বোদয়া বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রাজনীতি, ইতিহাসসহ নানা বিষয়ে পাঠদান করেন রাষ্ট্রপতি। প্রণব স্যারের বক্তব্য শুনে আপ্লুত, আবেগতাড়িত ওই শিক্ষার্থীরা। রাজনীতিতে যোগ দেয়ার আগে কলেজে শিক্ষকতা করতেন রাষ্ট্রপতি। -সংবাদ প্রতিদিন
×