ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ভারতের অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে ॥ রাজনাথ

প্রকাশিত: ০৩:৪৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীর ভারতের অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে ॥ রাজনাথ

জম্মু ও কাশ্মীর রাজ্যে সর্বদলীয় বৈঠকে যোগ না দেয়ায় হুরিয়াত ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের কঠোর সমালোচনা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ভারতের অংশ ছিল আর ভবিষ্যতেও ভারতের থাকবে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যে বৈঠক ডাকা হয়েছিল তাতে হুরিয়াত ও বিচ্ছিন্নতাবাদী নেতারা যোগ না দিলেও বৈঠক সার্বিকভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন না তিনি। খবর এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়ার। রাজনাথ বলেছেন, কাশ্মীরের বিভিন্ন ছাত্র সংগঠন, গণসংগঠনগুলোর বহু বিশিষ্টজনের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে এবং প্রত্যেকেই চাইছেন কাশ্মীরে শান্তি ফিরে আসুক। কাশ্মীরকে অশান্ত করে যারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তাদের উদ্দেশ্যেই এ কড়া কথাগুলো শুনিয়েছেন রাজনাথ সিং- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিরিয়ায় বোমা হামলায় নিহত ৪৩ সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত তার্তুস প্রদেশে সোমবার কয়েক দফা বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির সরকারী টেলিভিশনে একথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, দুজন সন্ত্রাসী আরজুনা ব্রিজে এ হামলা চালায়। প্রথমটি ছিল একটি গাড়ি বোমা হামলা এবং দ্বিতীয়টি একটি আত্মঘাতী বোমা হামলা। গাড়ি বোমাটি বিস্ফোরণের পর মানুষজন আহতদের সহায়তায় ঘটনাস্থলে জড়ো হয়, তখন দ্বিতীয় ব্যক্তি এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটায়। -এএফপি
×