ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওবামা কন্যার টি-শার্টে ‘ধূমপানে মৃত্যু’

প্রকাশিত: ০৩:৪৭, ৬ সেপ্টেম্বর ২০১৬

ওবামা কন্যার টি-শার্টে ‘ধূমপানে মৃত্যু’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ‘ধূমপানে মৃত্যু’ কথাগুলো লিখা টি-শার্ট পরে রবিবার উপস্থিত হন ফিলাডেলফিয়ার এক সঙ্গীতানুষ্ঠানে। শিকাগোর বার্ষিক সঙ্গীতানুষ্ঠান লোলাপালুজায় সিগারেট টানার অভিযোগ উঠার কয়েক সপ্তাহ পরই এভাবে হাজির হলেন ওবামা কন্যা। খবর ডেইলি মেইলের। মেইড ইন আমেরিকা নামের এই অনুষ্ঠানে এক বন্ধুর সঙ্গে এমন পোশাকেই দেখা গেছে মালিয়াকে। ১৮ বছর বয়সী মালিয়া ‘এইচ’ আঁকা ক্রিমসন বেইজবলের টুপিও পরে ছিলেন মাথায়। এক বছরের শিক্ষা অবকাশে রয়েছেন তিনি। আর ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন মালিয়া। রবিবারের অনুষ্ঠানে ছিল ব্রিটেনের রক ব্র্যান্ড কোল্ডপ্লে, যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড শার্প এ্যান্ড দ্য ম্যাগনেটিক জিরোস এবং হিপহপ গানের শিল্পী চ্যান্সেলর বেনেট যিনি ‘চ্যান্স দ্য রাপার’ নামে পরিচিত। ২০১৪ সালের বার্ষিক সঙ্গীত অনুষ্ঠান লোলাপালুজাতেও এদের সবাইকে পেয়েছিলেন মালিয়া। কয়েক সপ্তাহ আগে এ বছর লোলাপালুজায় মালিয়ার সিগারেট টানার ছবি প্রকাশিত হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, তার সিগারেটে গাঁজা ছিল। রাডার অনলাইন প্রকাশিত ফুটেজে দেখা যায়, সিগারেট টানছেন মালিয়া। হাঁপানির সমস্যায় ভুগছেন মারিয়া। তিনি যখন চার বছর বয়সী তখন তার শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে তার বাবা যে কত চিন্তিত ছিলেন সে কথা আগেও স্মরণ করিয়ে দিয়েছেন ওবামা। ধূমপান হাঁপানি আক্রান্তদের জন্য অতিরিক্ত ঝুঁকি বয়ে আনে।
×