ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সান্ত্বনার জয় পাকিস্তানের

প্রকাশিত: ০৮:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

সান্ত্বনার  জয় পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চার হারে সিরিজ আগেই শেষ হয়ে গিয়েছিল। ‘হোয়াইটওয়াশ’ চোখ রাঙাচ্ছিল পাকিদের, সরফরাজ আহমেদের দারুণ ব্যাটিংয়ে সেই লজ্জা এড়াতে পারল সফরকারীরা। রবিবার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের সান্ত¡নার জয় পেল আজহার আলীর দল। কার্ডিফে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের ফাইটিং স্কোর গড়ে স্বাগতিক ইংলিশরা। জেসন রয় ৮৭, বেন স্টোকস ৭৫ রান করে আউট হন। হাসান আলী ৪ ও মোহাম্মদ আমির নেন ৩টি করে উইকেট। জবাবে ম্যাচের নায়ক সরফরাজ (৭৩ বলে ৯০) ও শোয়েব মালিকের (৮০ বলে ৭৭) রানের কার্যকর দুটি ইনিংসে ভর করে ৪৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান (৩০৪/৬)। এ জয় সত্ত্বেও ৪-১এ সিরিজ হারল অতিথিরা। এর আগে মিসবাহ-উল হকের নেতৃত্বে চার টেস্টের সিরিজ ২-২এ ড্র করেছিল তারা। বুধবার ওল্ডট্র্যাফোর্ডে একমাত্র টি২০র মধ্য দিয়ে পাকিদের দীর্ঘ ইংল্যান্ড সফর শেষ হবে।
×