ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার হার

প্রকাশিত: ০৮:৩১, ৫ সেপ্টেম্বর ২০১৬

শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার হার

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার কাছে শেষ ওয়ানডেতে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতাই স্বাগতিকদের ডুবিয়েছে। মিচেল স্টার্ক (৩/৪০) ও ট্রেভিস হেডের (২/২২) দুরন্ত বোলিংয়ের মুখে ৪০.২ ওভারে মাত্র ১৯৫ রানে অলআউট হয় লঙ্কানরা। দানুশকা গুনাতিলকে ৩৯, ধননজয়া ডি সিলভা ৩৪ ও কুশল মেন্ডিজ ৩৩ রান করে আউট হন। ১ রান করে সাজঘরে ফেরেন সেনাপতি দীনেশ চান্দিমাল। জবাবে ডেভিড ওয়ার্নারের (১০৬) ‘ক্যাপ্টেনস নক’ সেঞ্চুরির সৌজন্যে ৭ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অসিরা (১৯৯/৫)। এছাড়া জর্জ বেইলি করেন ৪৪ রান। ম্যাচসেরা ওয়ার্নার আর সিরিজসেরা হয়েছেন বেইলি। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজ ৪-১এ জিতে নিল অস্ট্রেলিয়া।
×