ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র চর্চার সুযোগ না দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে ॥ মওদুদ

প্রকাশিত: ০৭:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৬

গণতন্ত্র চর্চার সুযোগ না দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র চর্চার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এ সুযোগ না দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, বিএনপি সব সময় জনগণের সঙ্গে থাকবে। যত ঝড়-ঝঞ্ঝা আসুক না কেন আমাদের নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের পাশে থেকেই দেশের স্বার্থে কাজ করে যাব। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র চর্চার পরিবেশ নেই। আর এ কারণেই দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিলে ঐক্যবদ্ধভাবে এ জঙ্গীবাদ প্রতিহত করা সম্ভব হবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে ড্যাবের ২৫ জন চিকিৎসক অংশ নেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও শিশু হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরাও ছিলেন। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ শতাধিক দুস্থ রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন তারা। সেই সঙ্গে এ ২ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে ড্যাবের পক্ষ থেকে। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া মাহফিল ॥ সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে বিএনপি। আজ সোমবার বাদ আসর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
×