ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

অসহায় ৯ শিশুকে আটক করে কারাগারে প্রেরণ কেন অবৈধ নয়

প্রকাশিত: ০৭:৪৭, ৫ সেপ্টেম্বর ২০১৬

 অসহায় ৯ শিশুকে আটক করে কারাগারে প্রেরণ কেন অবৈধ নয়

স্টাফ রিপোর্টার ॥ অসহায় ৯ শিশুকে আটক করে কারাগারে প্রেরণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে মোহাম্মদপুর থানা পুলিশের মাধ্যমে ওই শিশুকে আটকের ক্ষেত্রে শিশু আইন-২০১৩ এর ১৩, ১৪, ৪৪ এবং ৫২ ধারায় আইনগত সহায়তা দান আইনের ৯ এবং ১১ ধারা লঙ্ঘন কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও রুলে জানতে চেয়েছে আদালত। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১১১ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ওই চিকিৎসকদের আপীলের অনুমতি দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেছে।
×