ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৬

মাদার তেরেসাকে ‘সন্ত’  ঘোষণা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভ্যাটিকান সিটিতে রবিবার আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণা করেছেন পোপ ফ্রান্সিস। কয়েক সপ্তাহ ধরেই এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল ভ্যাটিকান। ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হয়। খবর বিবিসির। ১৯৯৭ সালে মারা যান মাদার তেরেসা। তাঁর মৃত্যুর পর তার দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা সামনে আসে, দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে উঠেন। আর এ দুটো ঘটনা মাদার তেরেসার সন্ত হওয়ার প্রক্রিয়া এক ধাপ এগিয়ে দেয়। ভারতের কলকাতা মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান হচ্ছে। মাদার তেরেসার ১৯তম মৃত্যুবার্ষিকীর একদিন আগে তাকে সন্ত ঘোষণা করা হলো। ভ্যাটিকানে মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণার অনুষ্ঠানে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ হাজার হাজার মানুষ। ৮৭ বছর বয়সে মাদার তেরেসা মারা যান ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর।
×